বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 বর্ষে পা দিয়েই শুরু থেকে শেষ অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে ইতিমধ্যেই চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করেছেন বহু জ্ঞানী ভাববাদীরা। তবে তাঁদের গণনাকে উড়িয়ে দিলেও বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন ভাববাদী 38 বছর বয়সী নিকোলাস আউজুলার ভয়াবহ ভবিষ্যদ্বাণী এড়িয়ে যেতে পারছেন না অনেকেই।
কেননা, বাবা ভাঙ্গার পর এই গুণী ব্যক্তিত্বের বিগত 3 ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হয়েছে। যার প্রতিফলন কোভিড মহামারী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ জয়। এবার সেই পথ ধরেই 2025 সাল নিয়ে হাড় কাঁপানো ভবিষ্যদ্বাণী দিয়েছেন আউজুলা।
কে এই নিকোলাস আউজুলা?
মাত্র 38 বছর বয়সে নিজের জ্ঞান ভান্ডারে বহু অভিজ্ঞতা সঞ্চয়কারী নিকোলাস আউজুলা পেশায় লন্ডনের হিপনোথেরাপিস্ট। তাঁর অবাক করা ভবিষ্যদ্বাণী গোটা বিশ্বে তাঁকে এক নতুন পরিচয় দিয়েছে। এই ব্যক্তি নিজেকে একজন নবী হিসেবে দাবি করেন। বলে রাখি, এই আউজুলাই 2019 কোভিড মহামারী থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ জয় ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ভবিষ্যদ্বাণী করেছিলেন।
যার প্রতিটিই সত্য প্রমাণিত হয়েছে। এই 3 ভবিষ্যৎ কথা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাবের ভবিষ্যদ্বাণীও করেছিলেন নিকোলাস, যা হুবহু মিলে গিয়েছে। এবার সেই নিকোলাসই চলতি বছরে ভয়াবহ দুর্যোগ ও বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছেন। যা ভবিষ্যতে সত্যি প্রমাণিত হলে গোটা বিশ্বজুড়ে এক বিরাট ধ্বংসযজ্ঞ শুরু হবে।
2025 নিয়ে নিকোলাস আউজুলার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী
38 বছর বয়সী নবী নিকোলাস 2025 সালের মাঝামাঝি সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন। নিকোলাস বলেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এ বছর গোটা বিশ্বে করুণার অভাব থাকবে। মানুষ ধর্ম ও জাতীয়তাবাদের নামে একে অপরের বিরুদ্ধে অমানবিক ও অকল্পনীয় অত্যাচার ও নিষ্ঠুরতা চালাবে।
অবশ্যই পড়ুন: ব্রাজিলের ফুটবলার মহাত্মা গান্ধী, বিশ্বজুড়ে হইচই
বহু অহিংসার ঘটনা ঘটতে দেখা যাবে 2025 বর্ষে। আউজুলার এই ভবিষ্যদ্বাণী সাধারণ মানুষের মনে ভয়ের পরিধি আরও বাড়াবে কারণ, এর আগে ঠিক একই ভাবে বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাসের মতো সুপরিচিত ব্যক্তিত্বরাও 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কথা বলেছিলেন। নিকোলাস আরও বলেছেন, এবছর প্রবল ভাবে পারমাণবিক অস্ত্রশস্ত্রের ব্যবহার হবে। মানুষে মানুষ হিংসা মাত্রা ছাড়াবে। যা পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দেবে।
ব্রিটেনে বাড়বে অস্থিরতা
নিকোলাস তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলার পরই ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন। তিনি 2025 সালকে ব্রিটেনের জন্য কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন। আউজুলা বলেন, এবার সেদেশে রাজনৈতিক উত্থান-পতন সবচেয়ে বেশি হবে। তিনি বিশ্বাস করেন, যে চলতি বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পদত্যাগ করবেন। তাঁর সিংহাসনে প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হবে একজন মহিলার।