বিদায়বেলায় খেল দেখাচ্ছে শীত! আরও নামবে তাপমাত্রা, থাকবে ঘন কুয়াশার দাপট

Published on:

Weather Winter

প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা শীতের মরশুমে জুড়ে যেন শীত লুকোচুরি খেলে গেল সকলের সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গ দিল পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত। ভরা পৌষ মাস মাসে এবছর জাঁকিয়ে শীত তো পড়লই না উল্টে হালকা শীতের দাপটেও বাঁধা হয়ে দাঁড়ালো পশ্চিমী ঝঞ্ঝা।রীতিমত সরস্বতী পুজোর দিনেও ঘাম ছুটেছে সকলের। তাই অগত্যা বাধ্য হয়ে শীতের পোশাক একে একে তুলে রাখতে হল আলমারিতে। তবে বিদায় বেলায় এক দরুন চমক দিল শীত। মাঠে নেমে মুহূর্তের মধ্যে ছক্কা হাতিয়ে নিল শীত।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বাংলা ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাবে মাঘ মাস প্রায় শেষের পথে। এদিকে গোটা মাঘ মাস জুড়ে সেই চেনা কনকনে শীতের দেখা মেলেনি রাজ্যে। কিন্তু হতাশার মধ্যেও বিদায় বেলায় শীত কিছুটা স্বস্তির চমক দিল। শেষলগ্নে এসে কিছুটা কমল সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা। তবে আগামী দিনে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই। উল্টে সামনের সপ্তাহেই আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা।

বিদায় লগ্নে মাথা চারা দিল শীত

আবহাওয়া দফতর এর তরফ থেকে জানা গিয়েছে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে আবার জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। তার সঙ্গে আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। তাই আশা করা যাচ্ছে আগামী সপ্তাহেই অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই পাততাড়ি গুটিয়ে নেবে শীত। তাই তার আগে দক্ষিণবঙ্গে ফিরল হালকা শীতের পরশ। যা স্থায়ী হবে আগামী সোমবার রাত পর্যন্ত। মূলত পরিষ্কার আকাশ থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। সঙ্গে থাকবে ঘন এবং হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।

Whatsapp Broadcast Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশা বিক্ষিপ্তভাবে। এবং বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

Whatsapp Group Join Now

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। যেহেতু আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে তাই পাহাড়ে বরফ পড়ার কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলাতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X