৩ বারের MLA, তিনবারের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে হারানো জায়ান্ট কিলার প্রবেশ বর্মা কে?

Published on:

BJP parvesh verma

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের রাজ এবার খর্ব করল বিজেপি। প্রায় ২৭ বছর পর দিল্লির মসনদে প্রত্যাবর্তনের পথে এগিয়ে এল বিজেপি। ১৯৯৮ সালে শেষবার দিল্লি ছিল তাদের দখলে। এর পর কংগ্রেস এবং আপ সরকারই দিল্লি চালিয়ে এসেছে। কিন্তু ২০২৫ সালে ফের দিল্লির জনতা রায় দিল বিজেপির পক্ষে। অধরা রয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের হ্যাটট্রিক করার স্বপ্ন।

আমাদের সাথে যুক্ত হন Join Now

তবে এবার দিল্লি নির্বাচনে বড় চমক দিলেন বিজেপির প্রবেশ বর্মা (Pravesh Verma)। নয়া দিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে রাজনীতির চর্চায় রাতারাতি উঠে এসেছেন তিনি। ৩১৮১ ভোটের ব্যবধানের এই জয় শুধুমাত্র কেজরিওয়ালের জন্য নয়, আপ-এর জন্যও বড় ধাক্কা। এদিকে প্রবেশ বর্মার এই জয়ের মাধ্যমে দিল্লির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে তাঁকে বিজেপির ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী মুখ হিসেবেও ভাবা হচ্ছে। তবে তিনি মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।

বড় চমক দিলেন প্রবেশ বর্মা

২০১৩ সালে প্রবেশ বর্মা বিজেপির টিকিটে প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মেহরৌলি আসনে জয়লাভ করেন। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম দিল্লি আসন থেকে জিতে সাংসদ হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের মহাবল মিশ্রকে ৫,৭৮,৪৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করে রেকর্ড গড়েছিলেন তিনি। সেই নিরিখে তাই এবার ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি কেজরিওয়ালের মুখোমুখি তাকে নয়াদিল্লি আসন থেকে প্রার্থী করে। এই আসন ঐতিহ্যগতভাবে মুখ্যমন্ত্রীর আসন হিসেবে বিবেচিত হয়, কারণ এখান থেকে জয়ী ব্যক্তির মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Whatsapp Broadcast Join Now

কে এই প্রবেশ বর্মা? Who Is Pravesh Verma ?

১৯৭৭ সালে জন্মগ্রহণকারী প্রবেশ বর্মা দিল্লির আরকে পুরমের পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে স্নাতকডিগ্রি অর্জন করেন। প্রবেশ নিজেই একজন রাজনৈতিক পরিবারের সন্তান। প্রবেশ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সাহেব সিং বর্মার ছেলে। এছাড়াও প্রবেশের কাকা আজাদ সিং উত্তর দিল্লির পৌর কর্পরেশনের মেয়র ছিলেন।

বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের

Whatsapp Group Join Now

যদিও দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে প্রবেশ বর্মাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও জবাব দেননি। তবে স্পষ্ট কথায় তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং পরিষদীয় দল। তবে এরই মধ্যে সরকার গঠনের পরে বিজেপির অগ্রাধিকার নিয়ে বড় দাবি করলেন প্রবেশ। জানিয়ে দিলেন, পূর্ববর্তী সরকারের দুর্নীতি নিয়ে তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হবে। এবং মহিলাদের ২৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সমাজমাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন কেজরীওয়াল। তিনি বলেছেন, জনতার এই রায় তাঁরা মাথা পেতে নিচ্ছে। বিজেপিকেও জয়ের জন্য অভিনন্দন।

অন্যদিকে জয়ের পরপরই প্রবেশ বর্মা বলেন, ‘দিল্লিতে যে সরকার তৈরি হতে চলেছে, তাতে প্রধানমন্ত্রী মোদীর চিন্তাধারা দিল্লিতে কার্যকর হবে। তিনি আমাদের প্রচারে সময় দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আমি এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিতে চাই। দিল্লির মানুষকে ধন্যবাদ জানাতে চাই।’ এদিকে ২৭ বছরের খরা যে বাবার জয়ের মাধ্যমেই কাটল তা জেনে বেশ খুশি নিয়ে প্রবেশ বর্মার মেয়ে। তিনি বলেন, ‘আমরা খুবই খুশি যে নয়াদিল্লি আমাদের ওপর আস্থা রেখেছে এবং আমাদের আশীর্বাদ দিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং এখন দিল্লিতে উন্নয়ন ঘটবে।’ এদিকে তাঁর মেয়ে সিএম পোস্ট নিয়ে বলেন, ‘এখন আগে বিধায়ক হিসেবে জয়ের আনন্দ উদযাপন করব। এরপর দল তাঁকে যে পদ দেবে, সেই পদেই তিনি সন্তুষ্ট থাকবেন।’

সঙ্গে থাকুন ➥
X