প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হল বিধানসভার অধিবেশন। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশন হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। নিয়ম অনুযায়ী প্রতি বছর রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় চলতি বছরের বাজেট অধিবেশন। তাই এই বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে অভ্যর্থণা দিতে যাওয়ার সময় বিধানসভায় এক অবাক করা চমকপ্রদক দৃশ্য দেখা গেল।
মুখোমুখি মমতা এবং শুভেন্দু!
সূত্রের খবর, আজ ক্ষণিকের জন্য বিধানসভায় আচমকা মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে মুখোমুখি হতেই এক অন্য ধরনের দৃশ্য দেখা গেল। আজ দুজন দুজনকে অন্যান্য দিনের মত বাক্যালাপের মাধ্যমে আক্রমণ করেনি, বরং দেখা গেল এক সৌজন্য বিনিময়ের দৃশ্য। আসলে আজকের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে অভ্যর্থণা দিতে যাচ্ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিধানসভা কক্ষে ঢুকছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মুহূর্তেই মমতা এবং শুভেন্দুর মুখোমুখি দেখা হয়ে যায়।
জানা গিয়েছে তখনই নাকি মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীকে যে ‘যাবি না?’ অর্থাৎ রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কি না। সেই সময় উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, তিনি যাবেন না। মমতার পাশে তখন ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তখন তাঁর দিকে তাকিয়ে বলেন, “এটা তো ওঁর কাজ। প্রোটোকল তো তাই বলে।” যদিও এর আগে বহুবার মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একে অন্যকে দেখলে হাসিমুখে সৌজন্য দেখায় না। বরং একে অন্যের উদ্দেশে প্রতিপক্ষের অশালীন কটূ মন্তব্য শোনা গিয়েছে।
সৌজন্য বিনিময় নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
তবে শুধু মমতা শুভেন্দু নয় ভিন্ন দলের নেতা মন্ত্রীদের মধ্যে এমন দৃশ্য দেখা গিয়েছিল। যদিও মমতার ঘরে গিয়েও বেশ কয়েকবার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তবে আজকের এই সৌজন্য বিনিময়তা অন্যরকম ঠেকল সকলের কাছে। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর মমতার সঙ্গে এই কথোপকথন নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটা স্বাভাবিক সৌজন্য। উনি কথা বললেন, তাই আমিও কথা বললাম।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |