নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর?

Published on:

Anubrata Mondal

প্রীতি পোদ্দার, কলকাতা: দেউচা-পাচামি ঘিরে জমি জট এর সমস্যা যেন কিছুতেই কাটতে চাইছে না। গত ৫ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা-পাচামিতে কয়লা খনি প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন৷ সেই অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি দেউচার মথুরাপাহাড়ি এলাকায় খনন কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছিল বীরভূম জেলা প্রশাসন। কিন্তু সেখানেই ঘটে আরেক বিপদ। ভূমিপুজো বন্ধ করে JCB মেশিন আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় মানুষজন। আসলে অভিযোগ ছিল, প্রতিশ্রুতি দিয়েও মেলেনি চাকরি, প্যাকেজও৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ ৷ এরপরেই সমস্যা সমাধানে মাঠে নামে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেউচা-পাচামি সমস্যা সমাধানে এগিয়ে এলেন অনুব্রত মণ্ডল

এরপর অনুব্রত মণ্ডল সমস্যা নির্মূল করতে মহম্মদবাজার বিডিও অফিসে প্রায় ৪ ঘণ্টা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক শুরু করেছিলেন৷ এবং সিদ্ধান্ত নেন রাতের অন্ধকারে হবে দেউচা-পাচামিতে খনন কাজ এবং সকালে কাজ বন্ধ থাকবে। এছাড়াও স্থানীয় মানুষজনের ক্ষোভ প্রশমন করতে মথুরাপাহাড়ি-সহ সংলগ্ন ৪টি গ্রামে ক্যাম্প করা হয়েছে৷ সেই ক্যাম্প থেকে বিভিন্ন গ্রামে নথি সংগ্রহ করা হচ্ছে ৷ এমনকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। আর এই আবহে এবার স্থানীয় এলাকার বাসিন্দাদের কাছে হাতজোড় করলেন অনুব্রত মণ্ডল।

স্থানীয়দের কাছে হাত জোড় করলেন কেষ্ট!

সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার মহম্মদবাজার কমিউনিটি হল জমির পাট্টা বিলির একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেই জেমুক্ত হয়েছিলেন অনুব্রত। জেল থেকে ফেরার পর নিজের এলাকায় বেশ স্বস্তি মিলেছিল তাঁর। এরপর ছেড়ে যাওয়া গ্রামীণ উন্নয়ন গোষ্ঠীর চেয়ারম্যান এর পদ পেয়ে বেশ আপ্লুত তিনি। আর সেই পদ ফিরে পাওয়ার দরুন এই পাট্টা বিলি অনুষ্ঠানে হাজির হলেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ দিল্লি জিতলেও জোর ধাক্কা বাংলায়, তৃণমূলের কাছে গোহারা হারল BJP

ইতিমধ্যে চার জায়গায় ক্যাম্প তৈরি করে জমি জট কাটানোর প্রচেষ্টা শুরু করেছে প্রশাসন। আর সেই ক্যাম্পের আবেদনের ভিত্তিতে আয়োজন করা হয়েছে এদিনের পাট্টা বিলি অনুষ্ঠান। মোট ১১৩ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে প্রশাসন তরফে। আর ওইদিনই মঞ্চে দাঁড়িয়ে কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল এর মুখে শোনা গেল আবেদনের সুর। এলাকাবাসীর উদ্দেশে বিনম্র সুরে অনুব্রত আর্জি করেন যে, ‘কয়লা শিল্পের কাজে কোনও বহিরাগত প্ররোচনায় পা দেবেন না। যদি কেউ খারাপ পরামর্শ দেয়, হাতজোড় করে বলব, দয়া করে আমাদের জানাবেন। এই প্রোজেক্টটা নষ্ট করবেন না।’

এছাড়াও অনুব্রত মণ্ডল সভা থেকে আরও জানিয়েছেন যে, “আমি জোর গলায় বলতে পারি, এই প্রকল্পে কোনও মানুষকে ঠকানো হবে না। বরং এই প্রকল্পের হাত ধরেই প্রায় ১ লক্ষেরও অধিক বেকারদের কর্মসংস্থান হবে। দূর হবে সমস্ত সমস্যা।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group