‘ছুটির বদলে বকেয়া DA দিন’, নবান্নর কাছে পাল্টা দাবি রাজ্য সরকারি কর্মীদের

Published on:

da protest wb

শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্য বাজেটের আগে সরকারি কর্মীদের বিরাট চমক দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। টানা ২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুধু দুই দিন নয়, ছুটি মিলবে পরপর চারদিন। কারণ শনি, রবিবার পড়েছে। মঙ্গলবার এই মর্মে অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি দেখে স্বাভাবিকভাবেই খুশি হয়ে গিয়েছেন সকলে। তবে এই বিজ্ঞপ্তিতে কিছু সংখ্যক কর্মী যেমন খুশি হয়েছেন তো আবার অন্যদিকে কিছু সংখ্যক মানুষ মোটেই খুশি নন। বিশেষ করে যারা DA সহ নানা ইস্যুতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিষয়ে নতুন করে বোমা ফাটিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি যা বললেন তা নিঃসন্দেহে সরকার ভালোভাবে নেবে না সেটা বলাই বাহুল্য।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

বিস্ফোরক রাজ্য সরকারি কর্মীরা

মলয় মুখোপাধ্যায় বরাবর নিজের ঠোঁটকাটা মন্তব্যর জনু পরিচিত। বারংবার সরকারের কিছু সংখ্যক সরকারি কর্মীদের প্রতি বিমাতৃসুলভ আচরণের জেরে গলার সুর চড়িয়ে এসেছেন। এবারও সেটার ব্যতিক্রম ঘটল নাম তিনি লিখলেন, ‘ধর্মঘটে কর্মসংস্কৃতি নষ্ট হয়, কিন্তু সাত দিনের সপ্তাহে পরপর চারদিন সরকারি দপ্তরগুলি বন্ধ থাকলে কর্মসংস্কৃতি নষ্ট হয় না?’ উল্লেখ্য, দুদিন আগেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন যে এ রাজ্যে ধৰ্মঘট হয় না। সেই প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন মলয় মুখোপাধ্যায়।

রাজ্যে পরপর ৪ দিন ছুটি

আজ ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। এর আগেই সরকার ঘোষণা করে, ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের ছুটি থাকবে। এরই মধ্যে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এখন শবে বরাতের ছুটি ১৪ তারিখের পরিবর্তে ১৩ ফেব্রুয়ারি হবে। অর্থাৎ ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি থাকবে। অর্থাৎ বুধবার অফিস যাওয়ার পর সকলকে সেই সোমবার অফিস যেতে হবে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার নয়, ১.২৭ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাল সরকার, কারা পেলেন?

এ বিষয়ে কনফেডারেশনর সাধারণ সম্পাদক জানিয়েছেন, মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে ১৩ ফেব্রুয়ারি ছুটি থাকছে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি এমনিতেই ছুটি ছিল। আর যাঁদের শনিবার ছুটি থাকে, তাহলে তাঁদের একেবারে সেই সোমবার অফিসে যেতে হবে। তাঁরা বুধবার শেষ অফিস করবেন। আর তারপর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার ছুটি পাবেন। এদিকে সরকারকে একহাত নিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের অপর সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন গড়াই।

অতিরিক্ত ছুটির দরকার নেই: সরকারি নেতা

তিনি বলেন, ‘আমাদের অতিরিক্ত ছুটির দরকার নেই। প্রাপ্য (মহার্ঘ ভাতা) দিন, বকেয়া মহার্ঘ ভাতা দিন। স্কুল-অফিসগুলিতে লাখ-লাখ শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করুন।এক্ষেত্রে কি কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে না? যেটা নিয়ে রাজ্য সরকার বারবার বলে থাকে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group