২১ সেঞ্চুরি, ৪৫ হাফ সেঞ্চুরি! অবসর ঘোষণা বিরাট রেকর্ডের অধিকারী প্রাক্তন KKR তারকার

Published on:

Former KKR star retires from all forms of cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কর্ণধার শাহরুখ খান ও জুহি চাওলার প্রিয় পাত্র। নাইট শিবিরের হয়ে বেশ কয়েকবার মাঠে দাপট দেখিয়েছেন তিনি। সেই সূত্রেই দলের অন্দরে তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। প্রথম শ্রেণীর ক্রিকেটেও এই ভারতীয় খেলোয়াড়ের ফর্ম অসামান্য। তবে ক্রিকেটের 22 গজে নিজের সবটুকু উজাড় করে দিয়েও জাতীয় দলের দরজা খোলা পাননি তিনি। ফলত নিরাশ হয়েই ফিরতে হলো তাঁকে। হ্যাঁ, গত মাসেই সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সৌরাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটসম্যান শেলডন জ্যাকসন। এবার সব ধরনের ক্রিকেটকে আলভিদা জানালেন তিনি।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

IPL শুরুর আগেই অবসর প্রাক্তন KKR তারকার

2024 বর্ষের ডিফেনডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স আসন্ন মার্চের IPL মরসুমের জন্য মুখিয়ে রয়েছে। সেই আসরে নিজেদের ঘুঁটি আরও খানিকটা শক্ত করতে উঠেপড়ে লেগেছে শাহরুখের দল। এহেন আবহে আচমকা খবর এলো, সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন প্রাক্তন নাইট তারকা শেলডন। গুজরাতের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলেই ক্রিকেটকে বিদায় জানালেন জ্যাকসন। যেই খবর চিন্তা না বাড়ালেও অল্প পরিসরে KKR কর্তাদের ভাবনায় জায়গা করেছে।

রঞ্জি ট্রফিতে পরাজয় দেখল জ্যাকসনের দল

চলতি মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছিল গুজরাত বনাম সৌরাষ্ট্রের কোয়ার্টার ফাইনাল রঞ্জি ম্যাচ। যেখানে গুজরাতের ছেলেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে একপ্রকার গলদঘর্ম অবস্থা হয়েছে সৌরাষ্ট্রের। আর এই ম্যাচে অংশ নিয়েছিলেন সদ্য অবসর নেওয়া ক্রিকেটার শেলডন জ্যাকসন।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

দলের হয়ে তিনিও সেভাবে জায়গা করে উঠতে পারেননি। ফলত, শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয় তাঁদের। কাকতালীয়ভাবে হলেও এই ম্যাচে হারের পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন জ্যাকসন। উল্লেখ্য, সৌরাষ্ট্রের বিরুদ্ধে 98 রানের বড় ব্যবধানে জিতেছে গুজরাত।

প্রথম শ্রেণির ক্রিকেটে বিরাট কীর্তি গড়েও জাতীয় দলে জায়গা পাননি জ্যাকসন | Sheldon Jackson Career |

একজন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 105 ম্যাচে অংশ নিয়ে 7200-রও বেশি রান করেছেন জ্যাকসন। সেই সাথে এই ভারতীয় প্রতিভার ব্যাট থেকে এসেছে 21টি দুরন্ত সেঞ্চুরি। খেলোয়াড়ের প্রথম শ্রেণির ম্যাচ পরিসংখ্যান বলছে, শত রানের পাশাপাশি 39টি অর্ধশতরান রয়েছে শেলডনের। তথ্য বলছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 45 গড়ে ব্যাট করতেন তিনি। আর এই সংখ্যাই প্রমাণ করে দলের হয়ে কতটা নির্ভরযোগ্য ব্যাটিং করেছেন জ্যাকসন। তবে দুঃখের বিষয় প্রথম শ্রেণির 22 গজে অসামান্য কীর্তি গড়েও জাতীয় দলে জায়গা হয়নি তাঁর।

অবশ্যই পড়ুন: বিরাট ফাঁদ পাতলেন রোহিত-গম্ভীর! এই চালেই চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত?

KKR শিবিরে জ্যাকসন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের স্পটার ওরফে বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায় জ্যাকসনকে প্রথম চিনেছিলেন। তিনিই শুরুর দিকে তুলে এনেছিলেন তাঁকে। 2017 ও 2022 এডিশনে KKR-এর অংশ ছিলেন শেলডন। তবে দলের হয়ে বিশেষভাবে মাঠ দখল করতে দেখা যায়নি তাঁকে। দুই সিরিজ মিলিয়ে মাত্র 9 ম্যাচে কলকাতার জার্সি গায়ে চাপিয়ে শত্রু শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি। তবে ম্যাচ সংখ্যা কম হলেও নিজের গোছানো ক্রিকেট দিয়ে নাইট কর্তাদের মন জয় করেছিলেন এই ভারতীয় ক্রিকেটার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group