৩০০ পার, মোদিই প্রথম পছন্দ! জানুন আজ লোকসভা নির্বাচন হলে কেমন হবে ফলাফল?

Published on:

Narendra Modi is the best Prime Minister of all time, C Voter survey reveals big data

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লোকসভা নির্বাচন হলে নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন দেশের জনগণ। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে ভারতের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সি ভোটার সমীক্ষায় (C Voter Survey)। সূত্র বলছে, বয়স, শিক্ষা, জাতি বর্ণ, শহর-গ্রাম নির্বিশেষে দেশের মোট 1 লক্ষ 25 হাজার 123 জনের ওপর বিশেষ সমীক্ষা চালিয়েছে সি ভোটার-মুড অফ দ্যা নেশন (MOTN)।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বিজেপির খাতায় 281টি আসন যেতে পারে, সেই নিরিখে বিজেপির আসন সংখ্যা মিলিয়ে NDA পাবে 343টি আসন। অন্যদিকে কংগ্রেসের খাতায় যোগ হতে পারে মাত্র 78টি, সেই পথ ধরে ইন্ডিয়া জোটের ঝুলিতে উঠবে 188 আসন। হ্যাঁ, সি ভোটারের সদ্য প্রকাশিত রিপোর্ট এমন চাঞ্চল্যকর তথ্যই সামনে এনেছে।

কত শতাংশ মানুষ মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান?

সি ভোটার সমীক্ষার রিপোর্ট মারফত খবর, আজকের দিনে দাঁড়িয়ে পুনরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে কত শতাংশ মানুষ ফের নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন? এই প্রশ্নের উত্তরে, 51.2 শতাংশ মানুষের স্পষ্ট বক্তব্য প্রধানমন্ত্রী হিসেবে তাঁদের প্রথম পছন্দ নরেন্দ্র মোদি।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

28.9 শতাংশ মানুষ বলেছেন মোদির পর রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী করা উচিত। একই প্রশ্নের উত্তরে 1.2 শতাংশ মানুষ দিল্লিতে ক্ষমতা হারানো দল আম আদমি পার্টির চালক অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

লোকসভায় ভোটের নিরিখে এগিয়ে কে? (সমীক্ষা অনুযায়ী)

মুড অফ দ্যা নেশন বা MOTN-এর সি ভোটার সমীক্ষা অনুসারে, পুনরায় লোকসভা নির্বাচন হলে কোন জোট কত ভোট পাবে তার হিসেবটা দেখে নেওয়া যাক। সমীক্ষা বলছে, ফের লোকসভা নির্বাচন হলে NDA-র খাতায় যেতে পারে 46.9 শতাংশ ভোট। অন্যদিকে ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে 40.6 শতাংশ ভোট। বাকিটা থাকবে অন্যান্যদের দখলে।

কংগ্রেসের যোগ্য নেতা রাহুল গান্ধী!

সি ভোটারের সমীক্ষায় প্রশ্ন উঠেছিল কোন ব্যক্তি সবচেয়ে ভাল ভাবে কংগ্রেস দল পরিচালনা করতে পারে? উত্তরে 36.4 শতাংশ মানুষ বলেছেন রাহুল গান্ধীর কথা। বোন প্রিয়াঙ্কার খাতায় জমা পড়েছে 11.2 শতাংশ ভোট। পাশাপাশি 8.4 শতাংশ মানুষের সমর্থন গিয়েছে কংগ্রেস নেতা শচীন পাইলটের পক্ষে।

সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তের পকেটে কোপ বসানো কেন্দ্রীয় সরকারের বর্তমান মূল মাথা নরেন্দ্র মোদিকে সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন 50.7 শতাংশ মানুষ। যেখানে সেরা প্রধানমন্ত্রীর নিরিখে জওহরলাল নেহেরুর পক্ষে গিয়েছে মাত্র 5.2 শতাংশ।

যোগ্য মুখ্যমন্ত্রীর তালিকায় কত নম্বরে মমতা?

MOTN-এর রিপোর্ট বলছে, রাজ্যভিত্তিক সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। দেশের 35.3 শতাংশ মানুষ তাঁকেই সেরা মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে 10.6 শতাংশ মানুষের বিচারে সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় জায়গা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে এমকে স্ট্যালিনকে 5.2 শতাংশ মানুষ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 5.1 শতাংশ মানুষ এবং দেবেন্দ্র ফড়নবিষকে 4 শতাংশ মানুষ সেরা মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন।

আরও পড়ুন: UPI লেনদেনে বড় বদল! চলতি সপ্তাহেই লাগু হবে নিয়ম, না জানলে পড়বেন বিপদে

প্রসঙ্গত, বিজেপি জামানায় দেশের জনগণের জন্য কতটা ভাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? মোদির দীর্ঘ শাসনকালে তিনি দেশের মানুষের জন্য কেমন কাজ করেছেন? এমন সমগোত্রীয় প্রশ্ন রাখা হয়েছিল সি ভোটার সমীক্ষায়। এমতাবস্থায় দেশের মানুষের জন্য মোদি কেমন কাজ করেছেন এর উত্তরে 36.1 শতাংশ মানুষ বলেছেন মোদি ভাল কাজ করেছে। তবে 12.8 শতাংশের দাবি বিজেপি জামানায় ও মোদির নেতৃত্বে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে। বেড়েছে বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group