দক্ষিণবঙ্গে ফের কমবে পারদ, কী হবে কলকাতায়? গরম নিয়ে আবহাওয়ার বড় খবর

Published on:

february month weather news in kolkata

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফেব্রুয়ারি মাস পরতে পারল না, তার মধ্যে গরমের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, কলকাতার মত বড় শহরে শীতের আমেজ এখন অতীত। দিনের তাপমাত্রা ক্রমশই বাড়ছে। রাতের পারদ তো স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে। যদিও শীতের প্রত্যাবর্তন নিয়ে বিশেষজ্ঞরা আর আশা করছে না।

দক্ষিণবঙ্গে সামান্য পারদ পতন

আজ অর্থাৎ, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ নিচে নামতে পারে। তবে কলকাতায় এরকম কোন সম্ভাবনা নেই। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে কলকাতায়। তবে দিন বাড়লে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা যেমন দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ বেশ কিছু জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। সপ্তাহের শেষে এই অঞ্চলগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় তাপমাত্রা বৃদ্ধি: শীতের কোন সম্ভাবনা নেই

কলকাতায় রাতের তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে, যা স্বাভাবিকের থেকে ৬ থেকে ৭ ডিগ্রি বেশি। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রির ঘরে পৌঁছে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৬ শতাংশ, যা অস্বস্তিকে আরো বাড়িয়ে তুলছে। কলকাতায় পারদ পতনের আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

ভিন রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি

শুধুমাত্র বাংলায় নয়, বিহারেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। হিমাচল প্রদেশে শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষত অরুণাচল প্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।

গরমের জন্য প্রস্তুত হোন

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, মার্চ মাস থেকে উষ্ণতা আরো তীব্র হবে। ফেব্রুয়ারি মাসের অর্ধেক হতে না হতেই গরমের অনুভূতি শুরু হয়ে গেছে, যা শীতল বাতাসের সমস্ত আশা শেষ করে দিচ্ছে। এখন গরমের জন্য প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোন উপায় দেখছে না বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥