পিতৃপরিচয় ছাড়াই বাংলার কারাগারে ১৯৬ শিশুর জন্ম, কীভাবে? প্রশ্নের মুখে রাজ্য সরকার

Published on:

Women inmates give birth to 196 babies in West Bengal jail

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কারাগারের মধ্যেই গর্ভবতী হয়ে চলেছেন বন্দি মহিলারা। গল্পটা পশ্চিমবঙ্গের (West Bengal)। বেশকিছু রিপোর্ট মারফত খবর, 2024 থেকে 2025 সালের মধ্যে মোট 196 জন শিশুর জন্ম হয়েছে বাংলার কারাগার গুলিতে। তবে আশ্চর্যের বিষয় বন্দি মহিলারা কারাদণ্ড ভোগ করার আগে গর্ভবতী ছিলেন না। কাজেই প্রশ্ন উঠছে, কারাগারে থাকাকালীনই কি কোনও পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছেন? কীভাবে গর্ভবতী হলেন? উত্তর এখনও অধরা।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্যের জেলগুলিকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

পশ্চিমবঙ্গের মহিলাদের জেলগুলিতে বন্দিদের গর্ভবতী হওয়ার মতো আশ্চর্যজনক ঘটনার পরই রাজ্যের বিভিন্ন মহিলা কারাগার নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। প্রশ্ন উঠছে, কারাদণ্ড পাওয়ার আগে পর্যন্ত মহিলারা গর্ভবতী ছিলেন না, কিন্তু জেলে যেতেই তাদের গর্ভে সন্তান এলো কীভাবে? আর এই প্রশ্নকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে, পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন। যেখানে এই অস্বাভাবিক ঘটনার প্রতি তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

196 জন শিশুর পিতৃ পরিচয় কী?

বর্তমানে মহিলা কারাগার কাণ্ড নিয়ে তোলপার হয়ে যাচ্ছে গোটা রাজ্য। এহেন আবহে বারংবার প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের মহিলা জেল গুলিতে জন্ম হওয়া 196টি শিশুর পিতৃপরিচয় কী? তাদের বাবা কারা? সূত্রের খবর, বন্দি মহিলাদের জেলগুলিতে 196টি শিশুর মধ্যে বেশিরভাগই সদ্যজাত। জানা গিয়েছে, কারারুদ্ধ মহিলাদের অধিকাংশই অবিচার বা দণ্ডিত বন্দি, কিছু কিছু মহিলা বর্তমানে বিচারাধীন। এমন পরিস্থিতিতে প্রশ্নটা থেকেই যায় যে, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত কারাগারে পুরুষদের সংস্পর্শ ছাড়া কীভাবে গর্ভে সন্তান এলো বন্দি মহিলাদের? উত্তর আজও অধরা।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে প্রকাশ্যে এলো এই ঘটনা?

রাজ্যের বিভিন্ন মহিলা কারাগারে আশ্চর্যজনক ঘটনা ঘটছে, এমন খবর প্রথম প্রকাশ্যে আসে বন্দী গর্ভবতী মহিলারা আদালতে হাজির হওয়ার সময়। গর্ভবতী অবস্থায় জেল থেকে বেরিয়ে কোর্টে হাজির হতেই তাঁরা জানান, জেলের মধ্যেই তাঁরা গর্ভবতী হয়েছেন। যে বিষয়টি বারবার কলকাতা হাইকোর্টের শুনানিতে উঠে এসেছে। অনেকেই মনে করছেন, বন্দি মহিলাদের গর্ভবতী হওয়ার পিছনে গভীর রহস্য রয়েছে। কেউ কেউ আবার দাবি করছেন, জেলবন্দি অবস্থায় থাকা মহিলাদের গর্ভের সন্তান প্রসঙ্গে সবটাই জানে সরকার।

আরও পড়ুনঃ গুলি চালানোই হল কাল, পাল্টা ভারতীয় সেনার জবাবে নিহত একাধিক পাকিস্তানি জওয়ান

কারাগার কাণ্ডকে কেন্দ্র করে মমতাকে নিশানা করেছে বিজেপি

পশ্চিমবঙ্গের মহিলা কারাগার গুলিতে আশ্চর্যজনক ও অগ্রহণযোগ্য ঘটনা গুলিকে সামনে রেখে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করলেন বিজেপির নেতাকর্মীরা। সম্প্রতি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ধর্ষণ একটি কালচারে রূপান্তরিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে জেলের মধ্যে বন্দি থাকা অবস্থায় কীভাবে গর্ভবতী হলেন? এই ঘটনার পিছনে আসল কালপ্রিটকে?

আরও পড়ুন: বঙ্গোপসাগর পথ ধরে কলকাতার সাথে জুড়ে যাচ্ছে ত্রিপুরা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

হাইকোর্টের পর্যবেক্ষণ

পশ্চিমবঙ্গের জেলগুলিতে মহিলারা কীভাবে বন্দি অবস্থায় গর্ভবতী হচ্ছেন সে বিষয়ে ধন্দে রয়েছে কলকাতা হাইকোর্টও। উচ্চ আদালতের বিচারপতিদের তরফে জানানো হয়, এই ঘটনা সত্যিই অদ্ভুত। জেলের মধ্যে কীভাবে মহিলাদের গর্ভে শিশু জন্মাচ্ছে? সম্প্রতি বেশ কিছু তথ্য মারফত খবর, রাজ্যের বিভিন্ন মহিলা কারাগারে 196টি শিশুর পিতৃ পরিচয়হীন জন্ম নিয়ে গভীর উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। যদিও এ প্রসঙ্গে রাজ্যের তরফে সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মনে করা হচ্ছে, হাইকোর্টের আসন্ন শুনানিতে জল্পনার জট কিছুটা হলেও কমবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group