Indiahood-nabobarsho

গুলি চালানোই হল কাল, পাল্টা ভারতীয় সেনার জবাবে নিহত একাধিক পাকিস্তানি জওয়ান

Published on:

india pakistan border war

শ্বেতা মিত্র, কলকাতা: ফের চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। চুক্তি ভেঙে ভারতীয় সেনাকে লক্ষ্য করে চালানো হল গুলি। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা গুলি বৃষ্টি করে ভারতীয় সেনা। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে পাকিস্তানি সেনার ফল যে ভাল হয়নি সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সেনা পাল্টা প্রতিরোধ গড়ার পর পাকিস্তানি সেনা রীতিমতো ল্যাজেগোবরে হয়েছে বলেই খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে গুলি চালাতে শুরু করেছিল পাকিস্তান সেনা। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাটা বুধবারের। পাকিস্তানের দিক থেকে গুলি ছোঁড়ার পর পাল্টা দিতে শুরু করে ভারতীয় সেনা। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটা প্রাথমিকভাবে জানা যায়নি।

তবে সীমান্তের ওপারে বেশ ভাল প্রভাব পড়েছে বলেই মনে করা হচ্ছে। চলতি বছর এই প্রথম ভারত পাকিস্তান সীমান্তে হল গুলির লড়াই। ২০২১ সালের পর থেকে দুই দেশের সেনার মধ্যে গুলি বিনিময়ের ঘটনা কার্যত বিরল। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি, দুই দেশের মধ্যে হয়েছিল এক সীমান্ত চুক্তি। তারপর থেকে উত্তেজনা প্রশমিত হতে শুরু করেছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তপ্ত সীমান্ত

পাকিস্তানের দিক থেকে ফের গুলি ছোঁড়ার ফলে ভারত সীমান্তে পরিস্থিতি এখন কিছুটা উত্তপ্ত হয়ে রয়েছে। সজাগ ভারতীয় সেনা। উল্লেখ্য, একদিন আগে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। ঘটনায় শহীদ হয়েছিলেন দুই জওয়ান। এরপর বুধবার, সীমান্ত চুক্তি লঙ্ঘন করে গুলি চালল পাকিস্তান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group