প্রেম দিবসে এভাবে উইশ করুন প্রিয়জনকে, আরও সম্পর্ক গভীর হবে আপনাদের

Published on:

happy valentine's day 2025 wishes

শ্বেতা মিত্র, কলকাতা: আবার এসে গেল সেই দিন যেটার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকেন দম্পতিরা। প্রতি বছর ভালোবাসা দিবসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ। এটি সেই বিশেষ দিন যখন আপনি আপনার সঙ্গীর কাছে আপনার অনুভূতি খোলাখুলিভাবে প্রকাশ করতে পারেন। তবে অনেকেই আছেন যারা নিজের কথাগুলো ভালোভাবে উচ্চারণ করতে হিমশিম খাচ্ছেন। ফলে তারা কখনোই সরাসরি সঙ্গীর কাছে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারেন না। আপনি যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হন এবং ভালোবাসা দিবসে আপনার সঙ্গীকে একটি বিশেষ উপায়ে শুভেচ্ছা জানাতে চান আজকের এই লেখাটি রইল শুধুমাত্র আপনার জন্য।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রিয়জনকে এভাবে জানান ভ্যালেনটাইন্স দিবসের শুভেচ্ছা | Valentine’s Day Wishes In Bengali |

১) তোমাকে পাশে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, আমার চিরন্তন ভালোবাসা।

২) তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক সুন্দর স্মৃতি। তোমাকে সবসময় ভালোবাসি। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

৩) তুমি আমার হৃদয়ের প্রিয় মানুষ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়তমা!

৪) তুমি যেভাবে আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। তুমি আমার সবচেয়ে বড় উপহার। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

৫) আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ি। শুভ ভালোবাসা দিবস!

৬) তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার ঘর। শুভ ভালোবাসা দিবস, প্রিয়তম!

৭) তোমাকে ভালোবাসা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। শুভ ভালোবাসা দিবস, আমার ভালোবাসা!

৮) তুমি আমার প্রিয় অ্যাডভেঞ্চার, আমার সবচেয়ে বড় আনন্দ এবং আমার সেরা বন্ধু। আমি তোমাকে ভালোবাসি, হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

৯) শুভ ভালোবাসা দিবস তোমাকে। তোমাকে পেয়ে আমি ধন্য এ জীবনে।

১০) আমি অনেকবার তোমার প্রেমে পড়েছি, আজও সেটার ব্যতিক্রম নয়।

১১) তুমি আমার আজ এবং আমার ভবিষ্যত। শুভ ভালোবাসা দিবস!

১২) যদি আমি জেনে থাকি ভালোবাসা কী, তাহলে তা তোমার কারণেই।

১৩) তোমার কাছে থাকা আমার প্রিয় জায়গা। শুভ ভালোবাসা দিবস!

১৪) তোমার দিনটি ভালোবাসায় পূর্ণ থাকুক। শুভ ভালোবাসা দিবস!

১৫) তোমার হাসির মতো সুন্দর দিন এবং তোমার ভাগাভাগি করা ভালোবাসার মতো সুখে ভরা বছর কামনা করছি।

১৬) এই বিশেষ দিনে, তুমি অন্যদের যে ভালোবাসা দাও, তা দশগুণ ফিরে আসুক। ভালোবাসা দিবসের শুভেচ্ছা!

১৭) ভালোবাসার জাদু তোমার হৃদয় এবং বাড়ির প্রতিটি কোণে ভরে উঠুক, শুধু আজ নয়, প্রতিদিন। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

১৮) তোমার সাথে কাটানো প্রতিটি দিনই আশীর্বাদস্বরূপ। তোমাকে আমার সঙ্গী হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

১৯) প্রতিটি ওঠা পড়ার মধ্য দিয়ে, তোমার প্রতি আমার ভালোবাসা কেবল বৃদ্ধি পায়। শুভ ভালোবাসা দিবস, আমার প্রিয়!

২০) ভালোবাসায়, জীবনে এবং সবকিছুতে আমার সঙ্গী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা!

২১) তোমার সাথে বিবাহিত হওয়া আমার জীবনে ঘটে যাওয়া সেরা জিনিস। তোমাকে ভালোবাসি! হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

২২) তুমি আমার হৃদয়, আমার বাড়ি এবং আমার সুখ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, আমার ভালোবাসা।

২৩) ছোট্ট একটা বার্তা – তুমি আমার হৃদয়কে হাসিয়ে দাও। শুভ ভালোবাসা দিবস!

২৪) আমি হয়তো বলি না, কিন্তু তুমি আমার কাছে অনেক কিছু। আশা করি তোমার ভালোবাসা দিবসটি দারুণ কাটবে!

২৫) যদি আজ আমাকে একজনকে বেছে নিতে হতো, তাহলে সে সবসময় তুমি হবে। শুভ ভালোবাসা দিবস। ।

২৬) তুমি পৃথিবীকে আরও উজ্জ্বল করে তুলো। শুভ ভালোবাসা দিবস!

২৭) এই ভালোবাসা দিবসে, আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম – তুমি অসাধারণ।

২৮) ভালোবাসা দিবস কেবল প্রেমের বিষয় নয় – এটি ভালোবাসার বিষয়, এবং আমি আমাদের বন্ধুত্বকে ভালোবাসি।

২৯) জীবনকে আরও মজাদার এবং অর্থবহ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

৩০) শুভ ভালোবাসা দিবস! আমার জীবনকে সবসময় ভালোবাসা এবং উষ্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৩১) সবচেয়ে সুন্দর পরিবার – আপনার ভালোবাসা আমার কাছে সবকিছু।

৩২) ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে।

৩৩) কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।

৩৪) ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল।

৩৫) আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইন হয়ে থাকতে চাই। ভালোবাসা ও শুভেচ্ছা তোমায়।

৩৬) তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মাই লাভ।

৩৭) হ্যাপি ভ্যালেন্টাইনস উইক, মাই ভ্যালেন্টাইনস! আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইন্স হয়ে থাকতে চাই।

৩৮) আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তের। তোমায় অনেক ভালোবাসি… প্রেম থাকুক আজীবন।

৩৯) ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেকো চিরকাল।

৪০) আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার বেঁচে থাকার জন্য তোমার ভালোবাসাই যথেষ্ট। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

৪১) শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়। শুধু ভাল লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা

৪২) আজ প্রেমের দিন। কিন্তু তুমি থাকা মানে, আমার প্রতিটা দিনই প্রেমের। সারা জীবন এভাবেই প্রেমে ভরিয়ে রেখো।

৪৩) তোমার নাকডাকা আমার একদম ভালো লাগে না। কিন্তু তারপরেও তোমায় আমি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে পারি না।

৪৪) তুমি কাছে থাকলেই আমি আনন্দে থাকি, হাসিখুশি থাকি। আমার জীবন এভাবে হাসিতে ভরিয়ে রাখার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজ ভালোবাসার দিনে অনেক ভালোবাসা নিও। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

৪৫)আজ আমি যতটুকু যা হতে পেরেছি, তার কারণ তুমি। তুমি না থাকলে এর কিছুই হত না। হ্যাপি ভ্যালেনটাইন্স ডে।

৪৬) এই পৃথিবীর সমস্ত ঋতু, সমস্ত সূর্যাস্ত আর সূর্যোদয় তোমার পাশে বসে দেখতে চাই। তুমিই আমার আলো, আমার নিজস্ব সকাল।

৪৭) নিজেকে উজাড় করে নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে দুনিয়ায় মহৎ কিছুই নেই।

৪৮) প্রেমে মানুষ অন্ধ হয় না, বরং অন্তর্দৃষ্টি পায়, ভালোবাসলে পৃথিবীটা বড় হয়ে যায়।

৪৯) ভালোবাসা আসলে তীব্র অপ্রতিরোধ্য ইচ্ছা, ডুবে যাওয়ার কামনা আর বেঁচে থাকার তাগিদ।

৫০) প্রেমে পড়েছো মানেই রাতের ঘুম তো কাবার! কিছু কিছু রাত জাগা বাস্তব স্বপ্নের চেয়েও ভালো।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group