টিকিট দূর, শুধু জল বিক্রি করেই বাজিমাত! মাত্র ৩ মাসে কোটি কোটি টাকা আয় IRCTC-র

Published on:

irctc water sell in indian railway

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে যুক্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের বিগত তিন মাসের ব্যবসার মোট ফলাফল ঘোষণা করেছে। গত অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে সংস্থাটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। শুধুমাত্র জল বিক্রি করেই ৯৬ কোটি টাকা লাভ করেছে IRCTC সংস্থাটি। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

১৩.৭% বৃদ্ধি নিয়ে মোট লাভ ৩৪১ কোটি টাকা

IRCTC-এর অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসের সমন্বিত নেট মুনাফা বছরে ১৩.৭% বৃদ্ধি পেয়েছে এবং এই মুনাফা এখন ৩৪১ কোটি টাকায় পৌঁছে গেছে। সংস্থাটির আয়ও ১০% বৃদ্ধি পেয়েছে, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১২২৭.৭ কোটি টাকায়।

জল বিক্রি করেই ৯৬ কোটি টাকা আয়

আপনারা জানলে হয়তো অবাক হবেন, IRCTC সংস্থাটি শুধুমাত্র জল বিক্রি করেই ৩ মাসে ৯৬ কোটি টাকা আয় করেছে। শুধুমাত্র পানীয় জলের ব্যবসা থেকেই উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে এই সংস্থাটি। IRCTC মূলত ট্রেন এবং রেলওয়ে স্টেশনে ‘রেল নীর’ (Rail Neer) ব্র্যান্ডের পানীয় জল বিক্রি করে থাকে। গত তিন মাস এই ব্যবসা থেকে সংস্থাটি ৯৬.৩৫ কোটি টাকা আয় করেছে। 

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

বিগত বছরগুলিতে একই সময়ে এই আয় ছিল ৮৪ কোটি টাকা। তবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন প্রায় ৯৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ‘রেল নীর’ (Rail Neer) এর এই বিক্রি বৃদ্ধি দেখিয়েছে যে, সংস্থাটির প্রতি ত্রৈমাসিকে কীভাবে তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে। 

স্টক মার্কেটে IRCTC-এর শেয়ার বৃদ্ধি

শুধু জল বিক্রিতেই থেমে থাকেনি IRCTC। ত্রৈমাসিক ফলাফলের পর IRCTC তাদের শেয়ার বাজারেও সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক চতুর্থ ট্রেডের দিনে কোম্পানির শেয়ার ৭৫৯.১৫ কোটি টাকা দামে খোলা হয় এবং তা ৭২৭ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে সংস্থাটির বাজার মূলধন (Market Cap) ৬১,০৭০ কোটি টাকায় পৌঁছে গেছে।

বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

ভারতীয় রেলের IRCTC সংস্থার মুনাফা এবং আয়ের এই বৃদ্ধির ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে এখন উৎসাহ দেখা দেবে এটা স্বাভাবিক। তবে স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগ আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ একটি কাজ।

IRCTC-এর এই সাফল্য দেখিয়ে দিয়েছে যে, ভারতীয় রেলের সঙ্গে যুক্ত থাকা এই সংস্থা শুধুমাত্র টিকিট বুকিং বা ক্যাটারিং নয়, জল বিক্রির মত একটি সাধারণ পরিষেবা দিয়েও বিশাল পরিমাণে মুনাফা অর্জন করতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group