আধার কার্ড নয়, এবার মুখই হবে আপনার আসল পরিচয়! আসছে নতুন প্রযুক্তি

Published on:

aadhar Face Authentication

শ্বেতা মিত্র, কলকাতা: আগামী দিনে আর হয়তো সঙ্গে করে আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বাইরে বাইরে ঘুরতে হবে না। কারণ আপনার মুখই আপনার পরিচয়। না, এটা কোনো কথার কথা নয়, অদূর ভবিষ্যতে এটাই হয়তো হতে চলেছে। কারণ প্রত্যেক ব্যক্তির মুখই তাদের পরিচয় বহন করে। এবার যন্ত্রের মাধ্যমে মুখ শনাক্ত করতে পারলেই ব্যক্তির আসল পরিচয় বা তার সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এই প্রযুক্তি বেসরকারি ক্ষেত্রে এখনও না এলেও, সরকারি স্তরে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে।

আধার কার্ড নয়, এবার মুখই হবে আপনার আসল পরিচয়

আজ কথা হচ্ছে হচ্ছে ফেস অথেনটিকেশন সিস্টেম নিয়ে। আধার কার্ডের বদলে ফেস Face Authentication সিস্টেম সর্বতভাবে চালু হলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে? প্রথমত, কাজের জন্য হোক কিংবা ঘুরতে, সঙ্গে করে কাগজপত্র নিয়ে যাওয়ার ঝামেলা থাকলে না। যন্ত্রের সামনে আপনার মুখ থাকলে সেটা স্ক্যান হয়ে যাবে ও তৎক্ষণাৎ পরিচয় যাচাইকরণ সম্ভব হবে। কাগজ বাইরে না নিয়ে গেলে, হারানোর সম্ভবনাও অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত, নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হতে পারে।

জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ

জালিয়াতি রোধে বড় ভূমিকা রাখতে পারে এই Face Authentication সিস্টেম। ফেস অথেনটিকেশন প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের পরিচয় দ্রুততার সঙ্গে যাচাই করা সম্ভব হবে, ফলে যে কোনো পরিষেবা দ্রুত, নিরাপদ এবং সহজ হয়ে উঠবে। শুধু সরকারি কোম্পানি নয়, বেসরকারি কোম্পানিগুলিকেও আধার প্রমাণীকরণের অনুমতি দেওয়া হয়েছে, যা ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, ই-কমার্স এবং ভ্রমণের মতো পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করে তুলবে।

আরও পড়ুনঃ টিকিট দূর, শুধু জল বিক্রি করেই বাজিমাত! মাত্র ৩ মাসে কোটি কোটি টাকা আয় IRCTC-র

এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল হবে, পরিষেবার গতি আরো বৃদ্ধি পাবে। বয়স্ক এবং নিরক্ষর ব্যক্তিদের জন্য OTP মনে রাখা বা নথিপত্র পরিচালনা করা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে, ফেস অথেনটিকেশন তাদের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে। এখন, তাঁরা কেবল ক্যামেরার সামনে তাঁদের মুখ দেখিয়ে সহজেই তাদের পরিষেবাগুলি গ্রহণ করতে সক্ষম হবেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥