নতুন ৫০ টাকার নোট জারি করার সিদ্ধান্ত RBI -এর, পুরনোটা তাহলে বাতিল?

Published on:

rbi 50 rs note

শ্বেতা মিত্র, কলকাতা: ৫০ টাকার নোট নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাটল আরবিআই (Reserve Bank of India)। আপনার কাছেও কি কোনোভাবে পুরনো ৫০ টাকার নোট আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। না বাতিল হচ্ছে না টাকা। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫০ টাকার নোট সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে। দেশের সবথেকে বড় ব্যাঙ্ক শীঘ্রই নতুন ৫০ টাকার নোট জারি করবে। এই নোটগুলিতে নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে বলে খবর।

নতুন ৫০ টাকার নোট আনছে RBI

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) শীঘ্রই নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর সম্বলিত ৫০ টাকার নোট জারি করবে। সঞ্জয় মালহোত্রা ২০২৪ সালের ডিসেম্বরে শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন। বুধবার এক বিবৃতি জারি করে আরবিআই জানিয়েছে, “এই নোটগুলির নকশা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ৫০ টাকার নোটের মতো হবে।”

আরও পড়ুনঃ ছুটি বাতিল, ব্যাঙ্ক কর্মীদের কড়া নির্দেশ RBI এর

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে আগে থেকে যে নোটগুলি বাজারে রয়েছে সেগুলি কি বাতিল হয়ে যাবে? ফের কি তাহলে নোটবন্দির স্মৃতি ফিরবে? উত্তর হল না। ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক আগের জারি করা সমস্ত ৫০ টাকার নোট বৈধ দরপত্র হিসেবে বহাল থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। দলে ভয়ের কিছু নেই।

সঞ্জয় মালহোত্রা কে?

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের একজন সিনিয়র অফিসার । ২০২০ সালের নভেম্বরে, তাকে REC-এর চেয়ারম্যান এবং এমডি করা হয়। তিনি কিছুদিন জ্বালানি মন্ত্রকে অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন। ২০২২ সালেই, সঞ্জয় মালহোত্রাকে কেন্দ্রীয় সরকার আরবিআই গভর্নর পদের জন্য মনোনীত করেছিল। এখন পর্যন্ত তিনি আর্থিক পরিষেবা বিভাগের (ডিএফএস) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥