শ্বেতা মিত্র, কলকাতা: ৪% শতাংশ DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলে। যাইহোক, এসবের মাঝেই এবার বিরাট বড় দাবি করা হল। ‘রাজ্যের আদালতে জিতেছেন, আগামী দিনে সুপ্রিম কোর্টেও ডিএ মামলায় সরকারি কর্মীদের জয় হবে’ বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম।
DA ইস্যুতে বিরাট মন্তব্য
বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাঁদের মন্তব্যে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক, সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার। যাইহোক, এবার ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে দাবি করলেন ফিরদৌস শামিম।
আইনজীবীর বক্তব্য, স্টেট ট্রাইবুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ (স্যাট) এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবে।
কী বলছেন আইনজীবী?
ফিরদৌস শামিম বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটা রোপা রুল ২০০৯-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে।’
আরও পড়ুনঃ এবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া?
উল্লেখ্য, বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন বাংলার কর্মীরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করলে যা অনেকটাই কম। যদিও এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ কর্মী ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। ১ এপ্রিল থেকে লাগু হবে নিয়ম। এখন দেখার সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জেতেন কিনা।