বিনামূল্যেই IPL দেখার সুযোগ দিচ্ছে JioHotstar, চমক দিল আম্বানির সংস্থা

Published on:

Jio Offering 90 days of free JioHotstar subscription on a single recharge Plan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাজারে পা রেখেছে JioHotstar OTT প্ল্যাটফর্ম। আকর্ষণীয় প্ল্যাটফর্মটি বাজারে আসতেই এর রিচার্জ প্ল্যান নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেরই প্রত্যাশা, এমন কোনও রিচার্জ প্ল্যান যা দিয়ে প্ল্যাটফর্মটির সমস্ত সুবিধা পাওয়া যাবে। এবার সেইসব প্রশ্নের উত্তর খুঁজেছে India Hood। চলুন জেনে নেওয়া যাক JioHotstar প্ল্যাটফর্মের জন্য Jio-র এক ধামাকা প্ল্যান সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিনামূল্যে দেখা যাবে IPL ম্যাচ

JioHotstar নামক একেবারে নতুন OTT চালু করেছে Jio Star সংস্থা। সূত্রের খবর, এই একটি প্লাটফর্মে রিচার্জ করলেই Disney+ Hotstar এবং Jio Cinema এই দুইয়ের কনটেন্ট একই জায়গায় দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে বলে রাখি, গ্রাহকরা যদি একেবারে বিনামূল্যে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন চান তবে তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

রিপোর্ট বলছে, Jio তাদের একটি রিচার্জ প্ল্যানে এই নতুন OTT প্ল্যাটফর্মের 3 মাসের সাবস্ক্রিপশন অফার চালু করেছে। যার দৌলতে রিচার্জের অর্থ ছাড়া আর বাকি কোনও অর্থ খরচ করতে হবে না গ্রাহকদের। কাজেই একেবারে বিনামূল্যে নিজের মোবাইলেই দেখা যাবে আসন্ন IPL ম্যাচগুলি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Jio-র এই প্ল্যানেই পাওয়া যাবে সব সুবিধা

ভারতের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের একটি রিচার্জ প্ল্যানে দৈনিক কল, এসএমএস ও ডেটা প্যাকের পাশাপাশি একেবারে বিনামূল্যে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে। হ্যাঁ, Jio তাদের 949 টাকা মূল্যের 84 দিনের ভ্যালিডিটিযুক্ত এই প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কলিং, 100টি করে এসএমএস, প্রতিদিন 2GB করে ডেটা দিচ্ছে।

এখানেই শেষ নয়, সংস্থা তাদের এই জনপ্রিয় প্ল্যানে নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar-এর 3 মাসের সাবসক্রিপশন অফার রেখেছে। বলা বাহুল্য, Jio তাদের এই প্ল্যানের বৈধতা 84 দিন রাখলেও সঙ্গে একেবারে বিনামূল্যে পাওয়া OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন 90 দিনের জন্য বৈধ থাকবে।

সমস্ত কন্টনেট এবার একসাথে

Jio জানিয়েছে তাদের স্টিমিং প্ল্যাটফর্ম Jio Cinema এবং Disney+ Hotstar বর্তমানে একত্রিত হয়ে JioHotstar হয়েছে। রিপোর্ট অনুযায়ী, 14 ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা চালু করেছে Jio। আর সেই সূত্র ধরেই, এবার নতুন প্লাটফর্মটির সাবস্ক্রিপশন প্রাপ্ত গ্রাহকরা Jio Cinema এবং Disney+ Hotstar এই দুই প্লাটফর্মের কনটেন্ট একসঙ্গে দেখতে পারবেন। বলে রাখি, দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম মার্জ হয়ে যাওয়ায় সংস্থার লোগোও বদলে গিয়েছে।

আরও পড়ুনঃ স্প্যাম কল এলেই ১০ লক্ষ টাকার জরিমানা, কড়া নির্দেশ TRAI-র

কীভাবে অ্যাক্সেস করবেন?

সংস্থা সূত্রে খবর, যাদের স্মার্টফোনে ইতিমধ্যেই Jio Cinema অ্যাপটি ইন্সটল করা রয়েছে তারা সরাসরি Jio Hotstar স্ট্রিমিং অ্যাপ স্থানান্তরিত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রেই কাজ স্বয়ংক্রিয়ভাবেই হবে। Jio জানিয়েছে ফোনে ইনস্টল থাকা Jio Cinema সরাসরি Jio Hotstar-এ রিডিরেক্ট হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনও খাটনি করতে হবে না গ্রাহকদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group