মাত্র ৬০০ টাকায় ৩ ঘণ্টায় কলকাতা থেকে চেন্নাই! ট্রেন বা বিমান নয়, নয়া আবিষ্কার IIT-র

Published:

e flying boat iit madras kolkata to chennai
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: সত্যি সময় কতটা বদলে গেছে। কলকাতা থেকে চেন্নাই (Kolkata To Chennai) যেতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা, ভাড়া আনুমানিক মাত্র ৬০০ টাকা! এটা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু আগামী দিনে হয়তো এটাই হতে চলেছে সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম , একটি উড়ন্ত নৌকা বা ‘e Flying Boat’।

যাত্রার সময় কমবে কলকাতা, চেন্নাইয়ের মধ্যে

এই যান জলপথ ও আকাশপথে মাঝামাঝি একটি স্তরে অবস্থান করে দ্রুত গতিতে যেতে পারে। ই ফ্লাইং বোট পরিবেশ বান্ধব, কারণ এই বাহন থেকে কোনো রকমের কার্বণ নির্গমন হয় না। আইআইটি মাদ্রাজের সহযোগিতায় একটি স্টার্টআপ কোম্পানি ওয়াটার ফ্লাই টেকনোলজিস এই বিশেষ বাহনটি তৈরি করেছে। যার ফলে খুব কম খরচে ও কম সময়ের মধ্যে অনেকটা পথ অতিক্রম করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

e Flying Boat

সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া ২০২৫-এর একটি প্রদর্শনীতে এই উড়ন্ত নৌকাটিকে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল। এরপর থেকে বাহনটি হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয় বস্তু। এটি একটি ই-উড়ন্ত নৌকা যা চেন্নাই-ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ওয়াটারফ্লাই টেকনোলজিস আইআইটি মাদ্রাজের সহযোগিতায় ডিজাইন করেছে। এটি বিমান ও জলপথের বিকল্প।

আরও পড়ুনঃ ৩৪ কিমি মাইলেজ, দাম ৭ লাখেরও কম! বাজেটের মধ্যে সেরা এই তিনটি CNG গাড়ি

আসলে এই যান জল তলের কিছুটা ওপর দিয়ে উড়ে যেতে পারে। এটি ৪ মিটার উচ্চতায় জলপৃষ্ঠের সমান্তরালে বাতাসের মধ্য দিয়ে উড়ে যেতে পারে এবং একটি নির্দিষ্ট গতিতে ভ্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। উড়ন্ত নৌকাটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০০ কিলোমিটার বলে দাবি করা হচ্ছে। বরফ, মরুভূমি এবং অন্যান্য পৃষ্ঠের উপরও উড়তে পারে।

কবে উঠতে পারবেন সাধারণ মানুষ?

কোম্পানিটি ২০২৯ সালের মধ্যে চেন্নাই এবং সিঙ্গাপুরের মধ্যে ই-উড়ন্ত নৌকা সরবরাহ করার পরিকল্পনা করছে। ওয়াটারফ্লাই টেকনোলজিস কোম্পানি আপাতত ৫০০ কিলোমিটার রেঞ্জের ব্যাটারি দিয়ে কাজ চালাচ্ছে। তবে আগামী দিনে ২০০০ কিলোমিটার রেঞ্জের একটি হাইড্রোজেনের সাহায্যেও যাতে এটিকে ওড়ানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join