বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লি দখলের পর ছত্তিশগড় (Chhattisgarh) পৌর নির্বাচনে 10টি পৌর কর্পোরেশনের সবকটিতেই জয়ের পতাকা তুলেছে বিজেপি। সে রাজ্যের পৌর নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি দশে দশ পাওয়াও কংগ্রেসের খাতায় পড়েছে শুধুই শূন্য।
ছত্তিশগড়ে জয়ী বিজেপির সমস্ত প্রার্থী
শনিবার ছত্তিশগড়ের স্থানীয় পৌর নির্বাচনে রাজ্যের সমস্ত বিজেপি প্রার্থীদের জয়জয়কার হয়েছে। ছত্তিশগড় পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা 10টি আসনের 10টিই দখল করেছেন। আর এই নিরঙ্কুশ জয়ের পরই সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও রাই ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ছত্তিশগড়ের বুকে বিজেপির জন্য এই জয় সত্যিই ঐতিহাসিক।
ধুয়ে মুছে সাফ কংগ্রেস-আপ
গত 11 ফেব্রুয়ারি ছত্তিশগড়ের 10টি পৌর কর্পোরেশন, 49টি পৌর পরিষদ এবং 114টি পঞ্চায়েতে নির্বাচন হয়। আর সেই নির্বাচনের ফল সামনে আসতেই মুখের হাসি চওড়া হয়েছে বিজেপির নেতাকর্মীদের। রেজাল্ট অনুযায়ী, 10টি পৌর কর্পোরেশন সহ 35টি পৌরসভাতেও জয় পেয়েছে বিজেপি।
আর এরপরই শূন্য খাতা নিয়ে লড়তে হচ্ছে রাহুল গান্ধীর দলকে। রিপোর্ট অনুযায়ী, 10টি পৌর কর্পোরেশনের একটিতেও জয়লাভ করেনি কংগ্রেস। তবে কংগ্রেস প্রার্থীরা 8টি পৌর কাউন্সিল আসন জিতেছেন। অন্যদিকে দিল্লির ক্ষমতা হারানো আম আদমি পার্টি বোদরি পরিষদ থেকে জয়ী হয়েছে।
পঞ্চায়েতেও শেষ হাসি হেসেছে বিজেপি
চলতি বছর ছত্তিশগড়ের 114টি আসলে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। ফলাফল সামনে আসতেই সকলকে অবাক করেছে পদ্ম শিবিরের আসন সংখ্যা। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে 114 আসনের মধ্যে 81টিতেই পদ্ম ফুটেছে। যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র 22টি আসন। সেই নিরিখে বহুজন সমাজ পার্টি 1টি ও নির্দলরা 10টি আসনে খাতা খুলেছে।
আরও পড়ুন: বিনামূল্যেই IPL দেখার সুযোগ দিচ্ছে JioHotstar, চমক দিল আম্বানির সংস্থা
দলের জয়ের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর
ছত্তিশগড়ের স্থানীয় নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও রাই সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, এই জয় রাজ্য বিজেপির পক্ষে ঐতিহাসিক জয় হিসেবে প্রমাণিত হলো। ছত্তিশগড় পৌরসভা নির্বাচনে আমাদের প্রার্থীরা 10টি আসনেই জিতেছে। বিপুল মার্জিনে জয় পেয়েছি আমরা। আমার দল বিজেপি ও নেতা নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |