বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেল মুক্তি হতে না হতেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বড়সড় অভিযোগ উঠে এলো। অভিযোগ করেছেন স্বয়ং রেশন (Ration) ডিলার সংগঠনের সভাপতি। হ্যাঁ, জামিন পাওয়ার পর সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন মল্লিক। এরই মধ্যে রেশন ডিলার সংগঠন সভাপতির অভিযোগে অস্বস্তি বাড়ল প্রাক্তন খাদ্য মন্ত্রীর।
প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রসঙ্গে ভুরি ভুরি অভিযোগ
রেশন দুর্নীতি কাণ্ডে অভিযোগের দায়ে জেল যাত্রা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বালুর। তবে আদালতের নির্দেশে সম্প্রতি জেল যাত্রার মেয়াদ শেষ করে ফের রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। জেল থেকে বেরিয়েই দলের পরিচিত নেতা মন্ত্রীদের সাথে আলাপ পর্ব সেরে ফেলেছেন মল্লিক। বলা যায়, একপ্রকার সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
এমন পরিস্থিতিতে, রাজ্য রেশন ডিলার সংগঠনের সভাপতি বিশ্বম্ভর বাবু তৃণমূলের পুরনো সৈনিক জ্যোতিপ্রিয়কে নিয়ে বড়সড় অভিযোগ শানিয়েছেন। রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে ফের রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে রবিবার পূর্ব মেদিনীপুরের রেশন ডিলারদের সম্মেলনে মুখ খোলেন বিশ্বম্ভর।
তাঁর দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আধিকারিকদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন। রেশন ডিলার সংগঠন সভাপতির কথায়, রাজ্যের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রেও জালিয়াতি করেছেন বালু। তিনি বলেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বন্টন করতে বাধ্য করেছেন।
রাজ্যকে তুলোধোনা করলেন বিশ্বম্ভর
পূর্ব মেদিনীপুরের রেশন ডিলার সম্মেলনে যোগ দিয়েই প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রসঙ্গে কথা বলতে বলতে আচমকা বিশ্বম্ভর বাবু বলেন, রেশন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক শ্রেণির মানুষ। কার্ড ব্লক করে দেওয়া থেকে শুরু করে নানান পন্থা অবলম্বন করে প্রকৃত রেশন হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না।
এমতাবস্থায় কেন্দ্র বহু আগেই রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সুপারিশ করেছিল। তবে রাজ্য তা মানতে অস্বীকার করে। এদিন রেশন ডিলার সংগঠনের সভাপতি আরও বলেন, রাজ্যের রেশন ডিলারদের ওপর রীতিমতো অত্যাচার চালাচ্ছে খাদ্য দফতর। এই কাজের বিরুদ্ধে আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাব।
‘পচা আটা বিলি করে খাদ্য দফতর’!
রবিবারের সম্মেলন থেকে রাজ্যের রেশন ডিলারদের সংগঠন সভাপতি জানান, রাজ্যের সকল রেশন ডিলারকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেট যুক্ত আটা সরবরাহ করে খাদ্য দফতর। এই অভিযোগের পাশাপাশি মমতা সরকারের দুয়ারে রেশন প্রকল্প নিয়েও অভিযোগ করেন বিশ্বম্ভর। তাঁর সংযোজন, রেশন যন্ত্রের সাথে অনেক সময় সার্ভারের সঠিক সংযোগ হয় না। এর ফলে যেমন রেশন গ্রাহকের সমস্যা বাড়ে ঠিক তেমনই সমস্যায় পড়েন রেশন ডিলাররাও। এর পিছনে গাফিলতি রয়েছে রাজ্য সরকারের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |