Indiahood-nabobarsho

KKR-এর ঘরের মাঠে শুরু, কলকাতায় ফাইনাল! দেখে নিন IPL 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি

Published on:

IPL 2025 full schedule and match venue list released

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত 2025 IPL শুরু হচ্ছে 22 মার্চ থেকে। এই ম্যাচে যেহেতু রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স (RCB Vs KKR), তাই খেলা গড়াবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তাদের ঘোষিত সময়সূচি অনুযায়ী, 22 মার্চ উদ্বোধনী ম্যাচ দিয়ে মরসুমের যাত্রা শুরু করে আসরের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে। আশ্চর্যজনকভাবে, আসন্ন IPL মরসুমের শেষ ম্যাচও গড়াবে কলকাতার ঘরের মাঠ ইডেনে। চলুন জেনে নেওয়া যাক 2025 IPL-এর ঘোষিত সময়সূচী ও ম্যাচ ভেন্যু সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IPL 2025 ম্যাচ ভেন্যু

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, আসন্ন IPL সিজনে ভারতের 13টি ভেন্যুতে মোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিজন শুরুর প্রথম দিন KKR বনাম RCB-র ম্যাচ ইডেনে গড়ানোর পর IPL-এর দ্বিতীয় দিন সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়ালসের ম্যাচ রয়েছে হায়দরাবাদের ঘরের মাঠে। একই দিনে(23 মার্চ) দ্বিতীয় পর্বে চেন্নাইয়ের ময়দানে মুখোমুখি হবে দুই হেভি ওয়েট চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। সূত্র বলছে, মোট 10 দলের প্রায় প্রতিটির শহরে IPL ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বিশাখাপত্তনম, গুয়াহাটি এবং ধর্মশালায় বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিল্লি ক্যাপিটাল, পাঞ্জাব কিংস ও রাজস্থান তাদের হোম ম্যাচ গুলি খেলবে।

প্লে অফসহ কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ

বোর্ডের ঘোষণা অনুযায়ী, IPL 2025 আসরে লিগ পর্বের যাবতীয় ম্যাচ শেষ হবে 18 মে। এরপরই শুরু হবে প্লে অফের দৌড়। বলা হচ্ছে, প্লে অফ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে হায়দরাবাদ ও কলকাতায়। উল্লেখ্য, কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। সবশেষে IPL-এর চূড়ান্ত পর্বের ম্যাচ অর্থাৎ কোয়ালিফায়ার 2 ও ফাইনাল ম্যাচ গড়াবে ইডেন গার্ডেন্স ময়দানে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দেখে নিন IPL 2025 সিজনের পূর্ণাঙ্গ সময়সূচি ও স্থান(প্রথম 30 ম্যাচ)

ম্যাচ 1: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শনিবার, 22-মার্চ-2025 সন্ধ্যা 7:30, কলকাতা

ম্যাচ 2 : সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়েলস, রবিবার, 23-মার্চ- 2025 বিকাল 3:30, হায়দরাবাদ

ম্যাচ 3 : চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, রবিবার, 23-মার্চ-2025, সন্ধ্যা 7:30, চেন্নাই

ম্যাচ 4: দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস, সোমবার, 24-মার্চ-2025, সন্ধ্যা 7:30, বিশাখাপত্তনম

ম্যাচ 6: গুজরাত টাইটান্স বনাম পাঞ্জাব কিংস, মঙ্গলবার, 25-মার্চ-2025, সন্ধ্যা 7:30, আহমেদাবাদ

ম্যাচ 6 : রাজস্থান রয়েলস বনাম কলকাতা নাইট রাইডার্স, বুধবার, 26-মার্চ-2025, সন্ধ্যা 7:30, গুয়াহাটি

ম্যাচ 7 : সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, বৃহস্পতিবার, 27-মার্চ-2025, সন্ধ্যা 7:30, হায়দরাবাদ

ম্যাচ 8 : চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শুক্রবার, 28-মার্চ-2025, সন্ধ্যা 7:30, চেন্নাই

ম্যাচ 9 : গুজরাত টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, শনিবার, 29-মার্চ-2025, সন্ধ্যা 7:30, আহমেদাবাদ

ম্যাচ 10 : দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রবিবার, 30-মার্চ-2025, বিকাল 3:30, বিশাখাপত্তনম

ম্যাচ 11 : রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস, রবিবার, 30-মার্চ-2025, সন্ধ্যা 7:30, গুয়াহাটি

ম্যাচ 12: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, মঙ্গলবার, 31-মার্চ-2025, সন্ধ্যা 7:30, মুম্বই

ম্যাচ 13 : লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস, বুধবার, 01-এপ্রিল 2025, সন্ধ্যা 7:30 লখনউ

ম্যাচ 14: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স, বুধবার, 02-এপ্রিল-2025, সন্ধ্যা 7:30, বেঙ্গালুরু

ম্যাচ 15 : কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, বৃহস্পতিবার, 03-এপ্রিল-25 সন্ধ্যা 7:30, কলকাতা

ম্যাচ 16 : লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, শুক্রবার, 04-এপ্রিল-2025 সন্ধ্যা 7:30, লখনউ

ম্যাচ 17 : চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, শনিবার, 5 এপ্রিল-2025, বিকাল 3:30, চেন্নাই

ম্যাচ 18 : পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস, শনিবার, 6 এপ্রিল-2025, সন্ধ্যা 7:30, নিউ চণ্ডীগড়

ম্যাচ 19 : কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, রবিবার, 6-এপ্রিল 2024, বিকাল 3:30, কলকাতা

ম্যাচ 20: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটান্স, রবিবার, ০
6-এপ্রিল সন্ধ্যা 7:30, হায়দরাবাদ

ম্যাচ 21 : মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সোমবার, 7-এপ্রিল, সন্ধ্যা 7:30 মুম্বই

ম্যাচ 22 : পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস, মঙ্গলবার, 8 এপ্রিল- সন্ধ্যা 7:30, নিউ চণ্ডীগড়

ম্যাচ 23 : গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস, বুধবার, 9-এপ্রিল, সন্ধ্যা 7:30, আহমেদাবাদ

ম্যাচ 24 : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, বৃহস্পতিবার, 10 এপ্রিল, সন্ধ্যা 7:30 বেঙ্গালুরু

ম্যাচ 25 : চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, শুক্রবার, 11-এপ্রিল, সন্ধ্যা 7:30 চেন্নাই

ম্যাচ 26 : লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স, শনিবার, 12 এপ্রিল, বিকাল 3:30 লখনউ

ম্যাচ 27 : সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস, শনিবার, 12 এপ্রিল সন্ধ্যা 7:30, হায়দরাবাদ

ম্যাচ 28: রাজস্থান রয়েলস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রবিবার, 13 এপ্রিল, বিকাল 3:30, জয়পুর

ম্যাচ 29: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, রবিবার, 13-এপ্রিল সন্ধ্যা 7:30, দিল্লি

ম্যাচ 30 : লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস, সোমবার, 14-এপ্রিল, সন্ধ্যা 7:30, লখনউ

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের বাকি ম্যাচ অর্থাৎ 31 থেকে 74তম ম্যাচের সময়সূচী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেজ থেকে দেখে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group