বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রায় 8 বছর আগে শেষবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) ঝাঁপিয়েছিল ভারত। সেবার বিরাট কোহলির নেতৃত্বে পাকিস্তানের কাছে ফাইনালে নাকানি-চোবানি খেয়েছিল টিম ইন্ডিয়ার ছেলেরা। তবে সময় গড়ালেও সেই স্মৃতি ভারতের মন থেকে মুছে যায়নি।
আর সেই কারণেই আসন্ন মিনি বিশ্বকাপে শক্তিশালী সেনাদল নিয়ে মাঠ দখল করবেন রোহিত শর্মা। তবে তার আগে টিম ইন্ডিয়াকে নিয়ে উঠছে নানান প্রশ্ন। সেগুলির মধ্যে একটি প্রশ্নই বারংবার ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। আর তা হলো, এখনও পর্যন্ত কোন ক্রিকেট দলগুলি ভারতকে একবারও চ্যাম্পিয়নস ট্রফিতে হারাতে পারেনি? উত্তর খুঁজেছে India Hood।
জয়ের নিরিখে সমতায় ভারত-অস্ট্রেলিয়া
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পরিসংখ্যান বলছে, ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল দু’বার করে চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেছে। যার মধ্যে 2002 সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে গিয়ে জয় পেয়েছিল ভারত। তবে কাকতালীয়ভাবে হলেও চ্যাম্পিয়নস ট্রফির এই ফাইনাল ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কার ছেলেরাও। এক কথায়, 2002 সালের টুর্নামেন্টে ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশই যৌথভাবে জিতেছিল।
এরপর 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় জয় পকেটে পুরে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। এ তো গেল, ভারতীয় দলের প্রসঙ্গ। এবার আসে যাক অস্ট্রেলিয়া আজ পর্যন্ত কতবার চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে সেই বিষয়ে। বলে রাখি, ভারতের মতো অজিরাও দুবারের চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে, পর পর দুবার অর্থাৎ প্রথমটি 2006 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং শেষবার 2009 সালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলে তারা।
যে 5 দলের কাছে আজ পর্যন্ত মাথা ঝোঁকেনি ভারতের (চ্যাম্পিয়নস ট্রফিতে)
ভারতীয় দল আজ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে মোট 29টি ম্যাচ খেলেছে যার মধ্যে 18টিতেই জয় এসেছে টিম ইন্ডিয়ার ঘরে। বাকি 8 ম্যাচে হারতে হয়েছে ভারতকে। কাজেই চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ জয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। এখন প্রশ্ন, কোন দলগুলি আজ পর্যন্ত হারাতে পারেনি ভারতকে? পরিসংখ্যান খতিয়ে দেখলে উত্তর জানা যাবে সহজেই।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, চ্যাম্পিয়নস ট্রফি অর্থাৎ মিনি ওয়ার্ল্ড কাপের আসরে এখনও পর্যন্ত নিজেদের গতি বজায় রেখেছে ভারত। আর সেই কারণেই চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ বিভাগে জায়গা হয়েছে রোহিত শর্মাদের। চলুন জেনে নেওয়া যাক কোন 5 দলের কাছে এখনও পর্যন্ত মাথা ঝোঁকায়নি ভারতীয় দল। তালিকায় প্রথমেই নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার।
আরও পড়ুন: বাদ দুই তারকা, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারাতে এমন একাদশ সাজাবে বাংলাদেশ
এই দেশের সাথে চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে আজ পর্যন্ত হারেনি মেন ইন ব্লু। আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ডেরও ক্ষমতা হয়নি CT টুর্নামেন্টে ভারতকে আটকানোর। শেষের 3 শূন্যস্থানে নাম রয়েছে যথাক্রমে, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও কেনিয়ার। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতোই এই 3 দলের কাছে এখনও পর্যন্ত মিনি বিশ্বকাপে বিপদ বাড়েনি ভারতের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |