22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে? দেখে নিন তালিকা

Published on:

Take a look at the Kolkata Knight Riders' matches in the IPL 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এক প্রকার শেষের পথে। ইতিমধ্যেই IPL 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI ও IPL উদ্যোক্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর 22 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা।

ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে। আর এই দীর্ঘ সময়ের মধ্যে প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) খেলা কবে কবে রয়েছে এবং ইডেনে কতগুলি ম্যাচ হবে এইসব প্রশ্ন নিয়েই এখন কৌতুহলের পারদ চড়েছে নাইট ভক্তদের মনে। চলুন জেনে নেওয়া যাক আসন্ন IPL মরসুমে কবে কবে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল নাইট রাইডার্স। সেই সাথে থাকছে ইডেনের ম্যাচের খুঁটিনাটিও।

2025 IPL-এ KKR-এর ম্যাচ | KKR Matches In IPL 2025 |

ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত IPL 2025 পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ গড়াবে 22 মার্চ, ইডেন গার্ডেন্স। এই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। নাইটদের দ্বিতীয় ম্যাচ রয়েছে 26 মার্চ, প্রতিপক্ষ রাজস্থান রয়েলস। তৃতীয়টি হবে 31 মার্চ। এদিন সম্মুখসমরে উপস্থিত হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।

কলকাতার বাকি ম্যাচগুলি রয়েছে, 3 এপ্রিল KKR বনাম সানরাইজার্স হায়দরাবাদ, 11 এপ্রিল কলকাতা বনাম চেন্নাই সুপার কিংস, 15 এপ্রিল শাহরুখের KKR বনাম প্রীতির পাঞ্জাবের ম্যাচ। এরপর 21 এপ্রিল KKR বনাম গুজরাত টাইটান্স, 26 এপ্রিল আবারও কলকাতা বনাম পাঞ্জাব, 29 এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে। মে মাস পড়তেই মাসের চতুর্থ দিন অর্থাৎ 4 মে KKR বনাম রাজস্থান রয়েলসের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ বাদ দুই তারকা, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারাতে এমন একাদশ সাজাবে বাংলাদেশ

শেষ পর্বের ম্যাচ গুলির মধ্যে রয়েছে, 7 মে কলকাতা বনাম চেন্নাই সুপার কিংস, 10 মে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদ এবং শেষে 17 মে সেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে হবে নাইটদের। বলা বাহুল্য, এই ম্যাচ গুলির পর কলকাতা যদি শেষ চারে ওঠে তবেই জানা যাবে নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ সূচি।

7 ম্যাচ গড়াবে ইডেনে

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের প্রথম 14টি ম্যাচের মধ্যে 50 শতাংশ অর্থাৎ 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। কবে কবে? বলে রাখি, 22 মার্চ, 3 এপ্রিল, 6 এপ্রিল, 21 এপ্রিল, 26 এপ্রিল এবং 4 মে ঘরের মাঠে শত্রুপক্ষের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স।

সঙ্গে থাকুন ➥