বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবার খেল দেখাবে আবহাওয়া! জোড়া ঘূর্ণাবর্তে চরম দুর্যোগ দক্ষিণবঙ্গে

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে প্রায় বিদায় নিয়েছে শীত। দেখা দিয়েছে কড়া রোদের। দরজায় কড়া নাড়ছে গরম। কিন্তু এর মাঝেই এবার জোড়া ঘূর্ণাবর্ত এর সম্ভাবনা দেখা গেল। আলিপুর আবহাওয়া দফতর এর দেওয়া তথ্য সূত্রে জানা গিয়েছে শীতের বিদায় বেলার মাঝেই এবার সেজে গুজে বৃষ্টি দুর্যোগের আগমন হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সেই কারণেই বৃষ্টির এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। আজ থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

জানা গিয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। এ ছাড়াও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে দুর্যোগ, মঙ্গলে ৩ জেলায় জারি সতর্কতা, আজকের আবহাওয়া

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

আজ থেকেই উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে চলেছে। পাশাপাশি দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকবে উত্তরের তিন জেলা। দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। ওই জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group