বিশ্বের ১০টি দেশ যেখানে সোনার দাম সবচেয়ে কম, ভারতের তুলনায় কত সস্তা জানেন?

Published on:

Top 10 country for low price gold

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা (Gold) শুধুমাত্র অলংকার বা বিনিয়োগের জন্য নয়, এটি সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তবে বিশ্বব্যাপী সোনার দাম কিন্তু এক নয়। বিভিন্ন দেশের শুল্ক, আমদানি কর এবং বাজারে চাহিদার কারণে সোনার দাম ভিন্ন ভিন্ন হয়। ২০২৫ সালে কিছু দেশ ভারতের থেকে অনেক কম দামে সোনা বিক্রি করছে। যার ফলে এই দেশগুলি সোনার কেনাকাটার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক এমন ১০টি দেশ সম্পর্কে, যে দেশগুলিতে সোনার দাম সবথেকে কম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতে ২০২৫ সালের সোনার দাম কত? | Gold Price In India |

যদি ভারতের কোথায় আসি তাহলে ভারতে ২০২৫ সালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৮,০৪০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮০,৭০০/- টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বেশ কিছু দেশে আমদানি শুল্ক কম থাকায় সোনার দাম তুলনামূলকভাবে ভারতের থেকে অনেকটাই কম। 

কোন ১০টি দেশে সোনার দাম সবচেয়ে কম?

সস্তার সুবিধা তো সবাই নিতে চায়। এজন্যে সোনার সস্তা দামের সুবিধা নিতে অনেকেই বিদেশে চলে যান। বিশেষ করে দুবাই, হংকং, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে তুলনামূলকভাবে সোনার দাম ভারতের থেকে অনেকটাই কম। সেরকমই কয়েকটি দেশ হল-

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১) যুক্তরাষ্ট্র- যুক্তরাষ্ট্রে সোনার দাম সবচেয়ে কম। এখানে ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ভরিতে খরচ পড়বে ৭২,০৯০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ভরিতে খরচ পড়বে ৬৭,৭৫০/- টাকা। 

২) অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৭৪,১৬০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৬৭,৬১৯/- টাকা।

৩) সিঙ্গাপুর- সিঙ্গাপুরে প্রতি ভরি ২৪ ক্যারেট সোনার দাম ৭৭,০২৯/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৬৯,৩২০/- টাকা।

৪) সুইজারল্যান্ড- সুইজারল্যান্ডে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭৯,৮৩০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭৩,৩৭০/- টাকা। 

৫) ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,৪২০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৬৬০/- টাকা। 

৬) তুরস্ক- তুরস্কে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,৩১০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৭৩,৫৪০/- টাকা।

৭) মালাওই- মালাওই-এ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৮০,৩১০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৭৩,৫৭০/- টাকা।

৮) হংকং- হংকং-এ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০,২৫০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৭৩,৫৩০/- টাকা।

৯) কলম্বিয়া- কলম্বিয়াতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০,২৬০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৭৩,৫৩০/- টাকা।

আরও পড়ুনঃ টার্গেট কি তবে ১ লাখ! চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের

১০) দুবাই- দুবাইয়ে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮২,৩৯০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৭৬,৬৬০/- টাকা।

কম দামে সোনা কেনার জন্য কোন দেশকে বেছে নিবেন?

ভারতের তুলনায় দুবাই, হংকং, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ইত্যাদি দেশে সোনার দাম অনেকটাই কম। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বাজারে সোনার কম শুল্ক এবং করমুক্ত নীতির জন্য সোনার মূল ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে। তাই যদি আপনি কম দামে খাঁটি সোনা কিনতে চান, তাহলে দুবাই, হংকং, সুইজারল্যান্ড অথবা তুরস্কের বাজারকে বেছে নিতে পারেন। বিশেষ করে দুবাইয়ের গোল্ড মার্কেট বিশ্ব বিখ্যাত, যেখানে বিশুদ্ধ সোনা পাওয়া যায়। 

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group