প্রীতি পোদ্দার, কলকাতা: বার্ড ফ্লু আতঙ্ক যেন চোখ রাঙাচ্ছে রাজ্য জুড়ে। যদিও এখনো পর্যন্ত রাজ্যে কোনো বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্কের খবর পাওয়া যায়নি। কিন্তু আতঙ্ক এবং ভয় এতটাই ছড়িয়ে পড়েছে যে কয়েক শ্রেণীর মানুষ এই বিষয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আর এবার সেই বিষয়ে কলকাতা পুরসভা এক বড় সিদ্ধান্ত গ্রহণ করল।
ডিমের আমদানি বন্ধ করল রাজ্য সরকার
সূত্রের খবর, যেহেতু অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি জেলায় বার্ড ফ্লু এর সংক্রমণ দেখা গিয়েছে তাই সেখানকার তিন জেলা থেকে ডিম ও মুরগি আমদানি আগামী তিন মাসের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পশু পালন দফতর। কারণ, দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে বাংলায় বিপুল পরিমাণ মুরগি ও ডিম আসে। ফলে প্রাথমিকভাবে আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। তবে সাধারণ মানুষের উদ্দেশে কলকাতা পুরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনও শহরে কোনও বার্ড ফ্লু এর সংক্রমণ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
আতঙ্কিত না হওয়ার পরামর্শ পুরসভার
পাশাপাশি কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন যে শহরের ১৪৪টি ওয়ার্ডেই পোলট্রি এবং খামারে কড়া নজরদারি চলছে। তবে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতর থেকে কোনও সতর্কবার্তা বা নির্দেশিকা না আসা পর্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে না। এদিকে অন্ধ্রপ্রদেশের তিন জায়গা থেকে তিন মাসের জন্য আমদানি বন্ধ থাকায় অনেকের মনে প্রশ্ন জাগছে তবে কি মুরগি ও ডিমের আমদানিতে তাৎপর্যপূর্ণ কোনো প্রভাব পড়বে কিনা। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যবসায়ীরা নিজ উদ্যোগে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস এবং ডিম আমদানি বন্ধ রেখেছেন ক্রেতাদের সুরক্ষার্থে।
আরও পড়ুনঃ সদ্য শেষ হয়েছে সিরিয়াল, এবার ‘রেশন কার্ড’ করবেন Star Jalsha-র জনপ্রিয় অভিনেতা
তবে এসবের ঊর্ধ্বে বেশ কিছু বিষয় নিয়ে বিশেষজ্ঞরা নানা ধরনের মতামত প্রেরণ করেছেন। কারণ বার্ড ফ্লু সংক্রান্ত নানা গুজব বাজারে বেশ রটে গিয়েছে। তাই সেই গুজব নিয়ে যাতে সাধারণ মানুষ উত্তেজিত না হয়ে পড়েন তার জন্য বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন যে বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়িয়ে পড়া একটি ভাইরাস, যা কখনও কখনও মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। এক্ষেত্রে আক্রান্ত মুরগির ডিম থেকে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তবে যদি সেই ডিম সঠিকভাবে রান্না করা হয় তাহলে রোগের ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |