সৌভিক মুখার্জি, কলকাতা: Maruti Suzuki ক্রমাগত তাদের গাড়ির নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য কাজ চালাচ্ছে। সম্প্রতি এই সংস্থাটি তাদের Celerio মডেলে নতুন কিছু নিরাপত্তার ফিচার যোগ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ২০২৫ Maruti Suzuki Brezza, যেখানে এখন একটি-দুটি না, একসাথে ৬টি এয়ারব্যাগ যুক্ত করা হয়েছে। এটি শুধুমাত্র নিরাপত্তার দিক থেকেই নয়, বরং আগের তুলনায় ফিচারগুলিও আরো উন্নত হয়েছে।
গাড়িটির নিম্নতম ভেরিয়েন্টগুলোতেও নতুন কিছু সংযোজন করা হয়েছে। যেমন রিয়ার সেন্টার আর্মরেস্ট, অ্যাডজাস্টেবল রিয়ার হেডরেস্ট। এই নতুন পরিবর্তনগুলি Brezza-কে তার প্রতিদ্বন্দ্বী SUV, বিশেষত Tata Nexon, Hyundai Venue, Kia Sonet-এর সঙ্গে প্রতিযোগিতামূলক করে তুলেছে।
Maruti Suzuki Brezza-র ইঞ্জিন এবং পারফরম্যান্স
২০২৫ Maruti Suzuki Brezza-তে আগের মতই ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এই ইঞ্জিনটি ১০৩ Hp পাওয়ার এবং ১৩৭ Nm টর্ক উৎপন্ন করে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেয়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পেও তৈরি করা হয়েছে।
জানলে অবাক হবেন, Brezza-র একটি CNG ভেরিয়েন্ট রয়েছে, যেখানে ইঞ্জিনের শক্তি কিছুটা কমে ৮৮ Hp পাওয়ার এবং ১২১.৫ Nm টর্ক উৎপন্ন করে থাকে। তাই যারা জ্বালানির খরচ বাঁচাতে চান তাদের জন্য CNG ভেরিয়েন্টটি একটি দারুন বিকল্প হতে পারে।
নতুন নিরাপত্তা ফিচার: ৬টি এয়ারব্যাগ
Maruti Suzuki Brezza-র নতুন আপগ্রেডে সবথেকে বড় সংযোজন হলো ৬টি এয়ারব্যাগ সংযোজন করা, যা এখন সমস্ত ভেরিয়েন্টে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। এর ফলে Brezza এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ একটি গাড়ি হয়ে উঠেছে। এছাড়া নতুন সংযোজনগুলির মধ্যে রয়েছে রিয়ার সেন্টার আর্মরেস্ট, তিন-পয়েন্ট রিয়ার সিটবেল্ট, এবং অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিটবেল্ট, যা যাত্রীদের আরো আরামদায়ক পরিষেবা এবং নিরাপদে ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে।
প্রযুক্তিগত ফিচার এবং অভ্যন্তরীণ ডিজাইন
নতুন Brezza-তে বেশ কিছু আধুনিক প্রযুক্তিগত ফিচার যুক্ত করা হয়েছে। জানলে অবাক হবেন, এই গাড়িটিতে রয়েছে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার AC ভেন্টস, ৬-স্পিকার অডিও সিস্টেম, কি-লেস এন্ট্রি, হেডস-আপ ডিসপ্লে, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC)। এছাড়াও গাড়িটিতে অটোমেটিক LED হেডল্যাম্প, ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্করেজ এবং রেয়ার পার্কিং সেন্সরের মতো উন্নত ফিচার যোগ করা হয়েছে।
আরও পড়ুনঃ ফের অনেকটা বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন আজকের রেট
গাড়িটির বাজার মূল্য কত?
নতুন নিরাপত্তা আপগ্রেড এবং ফিচার যুক্ত হওয়ার ফলে আগের তুলনায় ২০২৫ Maruti Suzuki Brezza-এর বাজারে দাম কিছুটা বেড়েছে। বর্তমানে গাড়িটির এক্স-শোরুম মূল্য ৮.৬৯ লক্ষ টাকা থেকে ১২.২১ লক্ষ টাকার মধ্যে রয়েছে। কারণ নতুন আপগ্রেডের ফলে Maruti Suzuki Brezza এখন আগের থেকে আরও নিরাপদ এবং আধুনিক হয়ে উঠেছে। বিশেষ করে ৬টি এয়ারব্যাগ এবং উন্নত সুরক্ষার অবস্থা যুক্ত হওয়ার ফলে এটি এখন আরো প্রতিযোগিতামূলক একটি গাড়ি হয়ে উঠেছে। যারা একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং আধুনিক SUV খুজছেন তাদের জন্য ২০২৫ Maruti Suzuki Brezza নিঃসন্দেহে একটি সেরা বিকল্প হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |