পার্থ সারথি মান্না, কলকাতাঃ চ্যাম্পিয়ান্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচে খেলার আগেই ফের একবার চ্যালেঞ্জের সম্মুখীন নিউজিল্যান্ডের অল রাউন্ডার রাচিন রবীন্দ্র। ট্রাই সিরিজ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ক্যাচ নেওয়ার সময় তীব্র আলোর জেরে এক দুর্ঘটনা ঘটে। বলটি সোজা এসে রবীন্দ্রর নাকে লাগে, যার ফলে তৎক্ষণাৎ রক্তপাত শুরু হয়। এরপর তড়িঘড়ি তাকে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এবার জানা যাচ্ছে, তাঁর ফোনটিও নাকি চুরি গিয়েছে।
পাকিস্তানে চুরি রাচিন রবীন্দ্রর ফোন | Rachin Ravindra’s Phone Stolen in Pakistan |
হ্যাঁ ঠিকই শুনছেন! বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী, হাসপাতালে থাকালীনই নাকি চুরি গিয়েছে রবীন্দ্রর iPhone। স্বভাবীভাবেই ফোন হারিয়ে কারোর সাথে যোগাযোগ না করতে পেরে কিছুটা উদাস হয়ে পড়েছেন তিনি। এমন একটা ঘটনা স্বাভাবিকভাবেই দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ ICC এর মত একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের আয়োজক দেশে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া খেলোয়াড়ের মোবাইল চুরি যাওয়ার ঘটনা সত্যিই বেশ উদ্বেগজনক।
আরও পড়ুনঃ ভারতকে কীভাবে হারাতে পারবে বাংলাদেশ, জানিয়ে দিলেন শান্ত
তবে সমস্ত বাঁধা বিপত্তি সত্ত্বেও সুস্থ হয়ে নিউজিল্যান্ডের জন্য খেলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন অল রাউন্ডার। তবে আজ অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং ম্যাচে সুযোগ পায়নি সে।
পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওপেনিং ম্যাচ
চ্যাম্পিয়ান্স ট্রফিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ‘গ্রূপ এ’তেই রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ান হিসাবে টুর্নামেন্টে এন্ট্রি নিলেও নিউজিল্যান্ড ইতিমধ্যেই ট্রাই-সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে। ফলে আজকের ম্যাচে জেতার বিষয়ে কিছুটা হলেও বেশি আত্মবিশ্বাসী টিম নিউজিল্যান্ড।