প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী, দিল্লির নতুন CM রেখা গুপ্তার রাজনৈতিক জীবন কেমন ছিল?

Published on:

Rekha Gupta

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দীর্ঘ ২৭ বছর পর আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে অবশেষে রাজ করতে চলেছে বিজেপি। কিন্তু প্রথম দিকে আম আদমি পার্টির নেতৃত্ব কে দেবে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও, অনেকেই মনে করেছিলেন প্রবেশ বর্মাই হবেন। তবে তাও নিয়ে চলছিল জোর জল্পনা। স্বভাবতই ভেসে আসছিল একাধিক নাম। অবশেষে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবে তা বেছে নিল বিজেপি। জানা গিয়েছে দিল্লির সিংহাসনে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লিতে প্রথম বারের বিধায়ক রেখা গুপ্তা (Rekha Gupta)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চলতি বিধানসভায় বড় জয় রেখার

প্রথমবার রেখা গুপ্তা বিধায়ক হলেও দিল্লির পুরভোটে টানা তিন বার জিতেছেন তিনি। শেষ বার ২০২২-এর ডিসেম্বরে। কিন্তু তার পরেই মেয়র নির্বাচন ঘিরে বেধেছিল গন্ডগোল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ২০২৩-এর ফেব্রুয়ারিতে মেয়র নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেরয় হারিয়ে দিয়েছিলেন বিজেপির রেখাকে। এদিকে সম্প্রতি বিধানসভা নির্বাচনে দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি। সেখানে তিন বারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে ২৯ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন রেখা।

মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল রেখাকে!

জানা গিয়েছে, নব-নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ ও ওমপ্রকাশ ধনকড়। বিভিন্ন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেখা গুপ্তাই হবে দিল্লির পরবর্তী মহিলা মুখ্যমন্ত্রী। এদিন প্রাথমিকভাবে তাঁর নামের কথা অফিসিয়ালি সামনে আসে দিল্লি বিজেপির এক্স হ্যান্ডেলের মাধ্যমে। একটি হিন্দি পোস্টে দলীয় এক্স হ্যান্ডেলে লেখা হয়, “দিল্লি বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাজিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।” সূত্রের খবর আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি রামলীলা ময়দানে শপথ নিতে পারেন। এর আগেও দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী সরকার চালিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে জায়গা দখল করে নিয়েছিল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর সুষমার পর, শীলা দীক্ষিত, আতিশী মার্লেনার পরে ফের চতুর্থবারের জন্য মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লি পেল রেখা গুপ্তাকে। ১৯৭৪ সালে হরিয়ানার জুলানায় জন্মেছিলেন রেখা। পড়াশোনা, দিল্লির দৌলতরাম কলেজ এবং উত্তরপ্রদেশের মেরঠের চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে। তারপরেই শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন। ১৯৯৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার জের, এবার মমতার উপর ফুঁসে যা অভিযোগ করলেন যোগী

অভিনন্দন জানালেন অতিশী মার্লেনা

এরপর ১৯৯৬ সালে রেখা গুপ্তা জেতেন সভাপতি নির্বাচনে। ২০০৭ সালে প্রথম বার দিল্লির পুরভোটে জিতেছিলেন। হয়েছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। RSS এর সদস্য রেখা বর্তমানে বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি। আর এই আবহে একঝাঁক হেভিওয়েট নেতাকে পিছনে ফেলে দিল্লির মুখ্যমন্ত্রী হতে গেলেন রেখা গুপ্তা। তাঁর এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন অতিশী মার্লেনা। তিনি বলেন, “নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেখা গুপ্তাকে অভিনন্দন জানাই। আমি আশা করি, দিল্লিবাসীকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে। আমি AAP-এর তরফ থেকে বলতে পারি, আমাদের দল উন্নয়নমূলক কাজে বিজেপি সাহায্য করতে সবসময় প্রস্তুত আছে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group