প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের তোড়জোড়। যদিও এই মুহুর্তে হাতে বেশ অনেকটাই সময় বাকি রয়েছে। কিন্তু এই সময়টাকে বিফলে যেতে দিতে চাইছে না রাজনৈতিক দলগুলি। তাই তারাও তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। কোথায় কতটা মনোযোগ দিকে জনগণের ভোট মিলতে পারে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে এসবের মধ্যেও রাজনৈতিক দলের নেতারা একে অপরকে নিশানা করতে ভুলছেন না। যাদের মধ্যে অন্যতম হল শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এর আগে শুভেন্দু অধিকারী ২৬ এর বিধানসভা নির্বাচনকে নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভবানীপুর থেকে হারবেন। আর বিজেপিরাই ভবানীপুরের হিন্দুদের ঐক্যবদ্ধ করে দায়িত্ব নিয়ে তৃণমূলকে হারাবে বলে ঘোষণা করা হয়।” আর এই মন্তব্যে এবার চুপ থাকল না শাসকদল। শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা জবাব দিয়ে ২৬ এর বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী করল কুণাল ঘোষ (Kunal Ghosh)।
শুভেন্দু অধিকারীর করা মন্তব্যে জবাব কুণালের
দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে এক জনসংযোগ কর্মসূচি থেকে জানিয়েছিলেন যে, “দিল্লিতে আপের হার মানে তৃণমূলেরও হার। কারণ, আপকে সমর্থন জানিয়েছিল তারা।” দিল্লির পর এবার বাংলার পালা বলে তিনি মন্তব্য করেন। একপ্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন বটে। আর শুভেন্দু অধিকারী এই দাবি করা মাত্রই এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন যে, ২০২৬ সালের নির্বাচনে আড়াইশোর বেশি আসন পাবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” পাশাপাশি দিল্লি ভোটের প্রভাব নিয়েও তিনি বলেন, “বাকি কোথায় কী হল, আমাদের দেখার বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।”
এছাড়াও এদিন কুণাল ঘোষ বলেন, ‘২০২৬ সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। উল্টো দিকে শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। বিরোধী দলনেতার পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ২০২৬ সালে পাবে না। এমনকি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কও থাকবেন না।”
আরও পড়ুনঃ প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী, দিল্লির নতুন CM রেখা গুপ্তার রাজনৈতিক জীবন কেমন ছিল? —
কুণালের জবাবে উঠছে একাধিক প্রশ্ন
কিন্তু কুণাল ঘোষের এই মন্তব্যে রীতিমত শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। উঠে আসছে একাধিক প্রশ্ন। যার মধ্যে অন্যতম হল, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন সেটা তৃণমূল নেতা কুণাল ঘোষ এত আগে থেকে জানলেন কীভাবে? শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে কে মন্ত্রী হবেন নাকি হবেন না সেটা তো ঠিক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা এত আগে থেকে এত জোরের সঙ্গে কুণাল ঘোষ কীভাবে বলতে পারেন বলে উঠে আসছে প্রশ্ন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |