পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাঙালি দর্শকেরা। কারণ এই দিনেই জানা যায় কোন সিরিয়ালের টিআরপি কতটা বেড়েছে বা কমেছে। হ্যাঁ ইতিমধ্যেই এ সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (TRP List) প্রকাশ্যে এসেছে। কে হল নয়া বেঙ্গল টপার? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি দেখুন।
কে হল বেঙ্গল টপার? TRP List This Week
বিগত কয়েক সপ্তাহের মত এসপথেও বেঙ্গল টপার মুকুট উঠেছে পরিণীতা ধারাবাহিকের মাথায়। আসলে রায়ান আর পারুলের জুটি সেই প্রথম দিন থেকেই দর্শকদের মন জিতে নিয়েছে। সেই কারণেই তো শুরু থেকেই টিআরপি তালিকায় নন-স্টপ ভালো পারফর্ম করতে দেখা যাচ্ছে ধারাবাহিকটিকে। রিপোর্ট বলছে এসপ্তাহে ৭.৯ পয়েন্ট পেয়েছে পারুল-রায়ান জুটি। তাহলে বাকিরা কি কোথায়? চলুন দেখে নেওয়া যাক সপ্তাহের সেরা পাঁচ মেগাগুলিকে।
এ সপ্তাহের সেরা পাঁচ
টপারের সাথে পরিচয় তো হল, এবার দ্বিতীয় স্থানে কে? রিপোর্ট বলছে অল্প কিছু পয়েন্টের ব্যবধানে ৭.৫ পয়েন্ট সহ দ্বিতীয় হয়েছে জি বাংলার ফুলকি। এর ঠিক পরেই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, এসপ্তাহে তার প্রাপ্ত নাম্বার ৭.৪। চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে আর পঞ্চম স্থানে রয়েছে ষ্টার জলসার মেগা গীতা LLB। অর্থাৎ সেরা পাঁচের তালিকায় চারটি মেগাই জি বাংলার। চলুন এবার নাম্বার সহ সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
পরিনীতা – ৭.৯
ফুলকি – ৭.৫
জগদ্ধাত্রী – ৭.৪
কোন গোপনে মন ভেসেছে – ৬.৯
গীতা LLB – ৬.৮
কথা – ৬.৫
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.২
মিত্তির বাড়ি – ৬.০
উড়ান – ৫.৭
গৃহপ্রবেশ – ৫.৫
এই ছিল সাপ্তাহিক সেরা দশ মেগার তালিকা। তবে শুধুমাত্র সিরিয়াল, নয় দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে বেশ কিছু রিয়েলিটি শো। এসপ্তাহে জি বাংলার দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব পেয়েছে ৪.৪ পয়েন্ট। অন্যদিকে সারেগামাপা পেয়েছে ৫.৪ পয়েন্ট।