মেট্রো বন্ধ তো কি! শিয়ালদা থেকে সেক্টর V যাওয়ার সুবন্দোবস্ত করল পরিবহন দফতর

Published on:

sealdah to sector v metro

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৩ সালে নভেম্বরে রাজ্য সরকারের পরিবহণ দফতরের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয় Uber সংস্থার। ওই চুক্তি অনুসারে বলা হয়েছে, প্রথম ভারতীয় শহর হিসাবে কলকাতায় Uber শাটল পরিষেবা চালু করবে। আর সেই চুক্তি অনুযায়ী এবার কলকাতার বুকে আজ থেকে Uber শাটল পরিষেবা মিলতে চলেছে। আসলে সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সল্টলেক সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিষেবা বন্ধ থাকায় বেশ চাপের মুখে পড়েছে তাঁরা। তাই সেই অবস্থায় চাপমুক্ত করতে এগিয়ে আসল Uber সংস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ থেকে চালু হল শাটল পরিষেবা

অফিস টাইম হোক কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই হোক না কেন ওই রুটে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য রাজ্য পরিবহণ দফতর একটি অতিরিক্ত শাটল রুট চালু করার জন্য অনুরোধ করে Uber কে। আর সেই অনুরোধকে গ্রহণ করে আজ থেকেই চালু হচ্ছে নতুন শাটল রুট (Uber Shuttle)। আগামী রবিবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর–ফাইভ পর্যন্ত অংশের মেট্রো পরিষেবা। সেক্ষেত্রে এই শাটল পরিষেবা আগামী ১৩ মার্চ পর্যন্ত চালু করা হয়েছে। সম্প্রতি Uber সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর–ফাইভ রুটে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেলে ৪টে থেকে সন্ধে সাড়ে ৭টা— এই সময়ের মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর বাস দেওয়া হবে।

রয়েছে লাইভ ট্র্যাকিং এর সুবিধা

এমনকি সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে ওই সব এসি বাসে প্রত্যেক যাত্রীর জন্য নির্দিষ্ট আসন রয়েছে, সেক্ষেত্রে যাত্রীদের কষ্ট করে দাঁড়িয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। আর এই পরিষেবা পেতে গেলে যাত্রীকে Uber অ্যাপ থেকে ‘শাটল’ অপশন থেকে প্রথমে ‘পিক–আপ’ এবং ‘ড্রপ–অফ’ লোকেশন সিলেক্ট করতে হয়। তার পর যাত্রা শুরুর সময় লিখতে হবে। রাইড কনফার্মড হলে Uber এর পক্ষ থেকে একটি কিউআর কোড পাঠিয়ে দেওয়া হয় যাত্রীর মোবাইলে। নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী শাটলে উঠে চালককে ওই কিউআর কোড দেখাতে হবে। এছাড়াও এই বাসগুলিতে লাইভ ট্র্যাকিং-সহ সংস্থার অন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। প্রায় ২৪-৪৩ জন যাত্রী বসতে পারেন এই শাটল এ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ পকেটে ঢুকবে চ্যাম্পিয়নস ট্রফি? ভারতের দু’বার বিশ্বজয়ের সঙ্গে রয়েছে যোগ, দেখুন ইতিহাস

Uber শাটল-এর প্রধান অমিত দেশপাণ্ডে বলেন, “কলকাতায় উবর শাটল চালু করার পর থেকে যাত্রীদের কাছ থেকে ব্যাপক ভাবে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এর জন্য রাজ্যের পরিবহণ দফতরকেও ধন্যবাদ জানাই আমি।” এদিকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “পরিবহণের বিকল্পগুলিকে বৃদ্ধি করা এবং যাত্রীদের দৈনন্দিন যাতায়াত নির্ঝঞ্ঝাট করাকে অগ্রাধিকার দেয় রাজ্য সরকার। আশা করা যাচ্ছে নতুন এই রুটে উবর শাটল পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধেই হবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group