প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে আবহাওয়া (Weather Update) দেখে বোঝা দায় যে এখন আদেও বসন্তকাল নাকি গরমকাল নাকি বর্ষাকাল। কারণ সকালের দিকে হালকা গরম হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই ঘন কালো অন্ধকার করে নেমে আসছে বৃষ্টি। ফাল্গুনে এমন অঝোরে বৃষ্টি দেখে রীতিমত অবাক রাজ্যবাসী। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সরবে না দুর্যোগের কালো মেঘ। তবে এই বৃষ্টি কৃষিকাজে ব্যাপক ক্ষতি নিয়ে আসতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষিবিদরা।
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি এবং বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আসলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অবস্থান করছে জোড়া ঘূর্ণাবর্ত। রাজস্থান এবং আসামেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামী সোমবার। এছাড়াও ওয়েস্টানর্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
গতকাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। যার ফলে বৃষ্টি বাতাসে বহমান জলীয় বাষ্পের একটা বড় অংশ শোধন করে নিয়েছে। তাই গতকালের তুলনায় আজ বৃষ্টির প্রবণতা বা পরিমাণ অনেকটা কমেছে। কিন্তু দুর্যোগ পুরোপুরি কাটেনি। নতুন করে আরও জলীয় বাষ্প প্রবেশ করছে অক্ষরেখার হাত ধরে। তাই আগামীকাল ও পরশু অর্থাৎ শনি এবং রবিবার ফের বাড়বে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ। আজও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ ১৫০ মিটার বেঁটে হল এভারেস্ট, বিজ্ঞানীদের গবেষণায় চিন্তা বাড়ল ভারতের
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। সিকিমেও তুষারপাত হতে পারে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি চারটি জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানকার আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |