পাকিস্তানের ম্যাচে টিম ইন্ডিয়ার দুজন বাদ, এন্ট্রি নেবেন বাবরদের যম! দেখুন সম্ভাব্য একাদশ

Published on:

India to make multiple changes to First Playing 11 against Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের (Pakistan) ম্যাচের আগেই উইনিং কম্বিনেশনে বদল আনবে ভারত (India)! সূত্র বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়ে এখন রোহিত শর্মাদের বিরুদ্ধে আসন্ন ম্যাচকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার মূল রসদ হিসেবে বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। এমতাবস্থায়, মহম্মদ রিজওয়ানের দল চাইবে যেকোনও প্রকারে ভারতকে হারাতে।

তাই পরাজয় আশঙ্কাকে মাথায় রেখেই চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরে কোমর বেঁধে নামবে টিম ইন্ডিয়া। সেই সূত্রেই, পাক ক্রিকেটারদের বিপক্ষে বহু বছর পর মাঠে নামার আগে ঘরের ছেলেদের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে শক্তিশালী দল সাজাবে ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, বাংলাদেশের ম্যাচের পর এবার রিজওয়ানদের বিরুদ্ধে মাঠ দখলের আগে দুই ধুরন্ধর বোলারকে বাদ দিতে পারে বোর্ড।

বাদ পড়বেন কুলদীপ, এন্ট্রি হবে KKR তারকার!

ভারত-পাকিস্তান ম্যাচের প্রাক্কালে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে দাবি করেছে, বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব যেহেতু নিজের দাপট দেখাতে পারেননি। তাই পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে তাঁকে বিশ্রামে রেখে দুরন্ত ফর্মে থাকা নাইট তারকা বরুণ চক্রবর্তীকে মাঠে নামাবে ম্যানেজমেন্ট।

সূত্র বলছে, বৃহস্পতিবারের ম্যাচে 10 ওভারের কোটায় মোটা অঙ্কের রান খরচ করেও ঝুলিতে একটি উইকেটও পুরতে পারেননি কুলদীপ। আর সেই কারণেই অভিজ্ঞ স্পিনারকে বাদ দিয়ে সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা বরুন চক্রবর্তীকে মাঠে নামানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভাল পারফরমেন্স সত্ত্বেও বাদ পড়বেন হর্ষিত!

বাংলাদেশের বিরুদ্ধে গতকাল 10 ওভারের কোটায় 3টি উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স তথা ভারতের বিশ্বস্ত পেসার হর্ষিত রানা। বৃহস্পতিবার শামি ও রানার কাঁধে চেপেই ওপার বাংলার একের পর এক উইকেটে দখল জমিয়েছে ভারত। এমতাবস্থায়, বেশকিছু রিপোর্ট জানাচ্ছে, 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে রানাকে বিশ্রামে রাখতে পারে ম্যানেজমেন্ট। তার বদলে স্কোয়াডে থাকা তাবড় পেসার আর্শদীপ সিংকে দলে ভেড়াবে নির্বাচন কমিটি। মনে করা হচ্ছে, পাকিস্তানকে শায়েস্তা করতে মহম্মদ শামি এবং আর্শদীপ সিংয়ের ওপরই ভরসা করবে বোর্ড।

আরও পড়ুনঃ বাদ টিম ইন্ডিয়ার সবথেকে বড় শত্রু! ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে জোর ঝটকা পাকিস্তানে

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

সঙ্গে থাকুন ➥