বেতন ৩৫০০০, মাধ্যমিক পাসেই রেলের টিকিট কালেক্টরের চাকরি! ১৩,৫০০ পদে নিয়োগ

Published on:

Railways Ticket Collector Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন দেখছেন? এবার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ এনেছে ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ঘোষণা করেছে যে, ২০২৫ সালে টিকিট কালেক্টর এবং অন্যান্য পদে বিশাল নিয়োগ (Railway Ticket Collector Recruitment 2025) করা হবে। এই নিয়োগের মাধ্যমে প্রায় ১৩,৫০০ পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৭শে ফেব্রুয়ারির মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, দশম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরাও ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে চাকরি পেলে মোটা অংকের বেতন তো থাকবেই, সঙ্গে মিলবে প্রচুর সুবিধা। কোন পদে কটি শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলি জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | Railway Ticket Collector Recruitment 2025 |

ভারতীয় রেলের এই নিয়োগের আওতায় টিকিট কালেক্টর, কমার্শিয়াল ক্লার্ক, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং হেলপার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ১৩,৫০০টি শূন্যপদ থাকবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম বা দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে।

বয়স সীমা কত লাগবে 

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স লাগবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে ৩০ বছর। পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবার বয়সের ছাড় পাবে। যেমন আপনি SC/ST হলে ৫ বছরের ছাড় পাবেন, OBC হলে ৩ বছরের ছাড় পাবেন এবং PwBD হলে ১০ বছরের ছাড় পাবেন।

আবেদন কীভাবে করবেন?

ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.indianrailways.gov.in) যান।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর নিজের সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফি জমা দিন। 
  • সমস্ত তথ্য সঠিক থাকলে সাবমিট আবেদনপত্র সাবমিট করুন। 

আবেদন ফি কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য সাধারণ বা OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে এবং SC/ST/PwBD প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে। 

নিয়োগ কীভাবে করা হবে?

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিকিট কালেক্টর পদে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেটি কম্পিউটার ভিত্তিক হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হলে মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন, ভূমি দফতরে একাধিক নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার

গুরুত্বপূর্ণ তারিখ

ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে আবেদন শুরু হয়েছে ১০ই জানুয়ারি থেকে এবং আবেদন চলবে ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন দ্রুত আবেদন সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group