পার্থ সারথি মান্না, কলকাতাঃ ষ্টার জলসার পর্দায় আসন্ন নতুন সিরিয়ালের প্রোমো আগেই এসেছিল। আর পাঁচটা চ্যানেল মিলিয়ে যেখানে নারী কেন্দ্রীক গল্প আর প্রেমকাহিনিতে ভরা সেখানে ছক ভেঙে আসছে পুরুষকেন্দ্রিক মেগা। হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘পরশুরাম আজকের নায়ক’ এর কথাই বলছি। দর্শকেরা অপেক্ষায় ছিলেন কবে থেকে শুরু হবে সিরিয়ালটি, এবার সেই সুখবর দিল চ্যানেল কর্তৃপক্ষ।
কবে থেকে শুরু হচ্ছে ‘পরশুরাম আজকের নায়ক’?
আসলে নয়া ধারাবাহিক আসা মানেই পুরোনো কেউ বন্ধ নয়তো টাইমস্লট বদল। সেই কারণেই নেটিজেনরা চিন্তায় ছিলেন কি হতে চলেছে। অবশ্য দীর্ঘদিন পর তৃণা সাহাকে পর্দায় ফিরতে দেখে দর্শকেরা বেশ একসাইটেডও। সম্প্রতি ফেসবুকে প্রোমো ভিডিওর সাথে নতুন মেগার সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করেছে ষ্টার জলসা। কবে থেকে ও কখন? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
দীর্ঘদিন পর কামব্যাক করছেন তৃণা সাহা
খড়কুটো সিরিয়ালের জেরে দর্শকদের মনে গেঁথে গিয়েছেন তৃণা সাহা। এরপর একাধিক মেগাতে তাকে দেখা গেলেও সেভাবে আর জনপ্রিয়তা মেলেনি। তবে এবার পরশুরাম আজকের নায়ক গল্পে একটু অন্যভাবে দেখা যাবে অভিনেত্রীকে। তাই আশা করা হচ্ছে হয়তো নতুন করে দর্শকদের মুগ্ধ করতে পারবেন তৃণা। তাঁর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় টলি অভিনেতা ইন্দ্রজিৎ বোসকে।
সিরিয়ালের স্টোরি
কি ধরণের গল্পের উপর তৈরি নতুন মেগা? এই একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেচেন বাঙালি দর্শকেরা। যার উত্তরে বলা যেতে পারে, প্রোমোতে দেখা দৃশ্য অনুযায়ী দ্বৈত চরিত্রে অভিনয় করতে হবে ইন্দ্রাজিতকে। একদিকে বাড়িতে যেমন সে কিছুট্টি না জানা শান্ত শিষ্ট দুই সন্তানের বাবা। তেমনি অন্যদিকে আন্ডার কভার অফিসার।
আরও পড়ুনঃ ফের ছক্কা পরিণীতার? নাকি অন্য কেউ করল বাজিমাত! রইল এ সপ্তাহের TRP লিস্ট
যে প্রোমো প্রকাশ্যে এসেছে তাতেই দেখা যাচ্ছে বাজারে গিয়ে ছেলে মেয়ের ফোন আর মাছ কেনার মাঝেই নজর ছিল চোরা চালানকারীদের দিকে। সুযোগ পেতেই লুঙ্গি গুটিয়ে ধাওয়া করে পাকড়াও করল দুষ্কৃতীদের। সুতরাং এই মেগা যে টানটান উত্তেজনার হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তা কবে আর কখন থেকে দেখা যাবে? উত্তর হল আগামী ১০ই মার্চ থেকে প্রতিদিন রাত্রি ৮টা থেকে সম্প্রচারিত হবে ‘পরশুরাম আজকের নায়ক’।