প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025)। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সেক্ষেত্রে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অন্যদিকে পরীক্ষাপর্বে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নিয়মের কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যা পরীক্ষার্থীদের মানতেই হবে। আর এই নিয়ম পরিকাঠামোর মাঝেই এবার পরবর্তী নয়া শিক্ষাবর্ষ নিয়ে জারি করা নিয়ম কিছুটা শিথিল করল সংসদ (WBCHSE)।
বড় সিদ্ধান্ত শিক্ষা সংসদের
আসলে একাদশ এবং দ্বাদশ এই দুই শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমেস্টারে পরীক্ষা হবে পরের বছর থেকে। সেক্ষেত্রে পড়ুয়াদের নির্বাচিত বিষয়গুলির মধ্যে যে বিষয়গুলির প্র্যাক্টিক্যাল রয়েছে, সেখানে জটিল অঙ্কের দ্রুত সমাধান করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করত পরীক্ষার্থীরা। কিন্তু শিক্ষা সংসদের তরফ থেকে কয়েক মাস আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থায় একদমই ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর। যার দরুন বেশ চিন্তায় পড়েছিল পড়ুয়ারা। তাই তাদের কথা ভেবে নিয়মে এবার বড় পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এই নিয়ম থিওরি পরীক্ষাতে গ্রহণযোগ্য নয়।
কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?
সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করা নিয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারে ছাড়পত্র দেওয়া হল। তবে পড়ুয়ারা শুধু মাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনও বৈজ্ঞানিক ক্যালকুলেটর এক্ষেত্রে ব্যবহার করা যাবে না।” তবে শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেনি। শিক্ষক মহলের একাংশের দাবি, শুধু প্র্যাকটিকাল পেপার নয় থিয়োরি পরীক্ষাতেও অনেক জটিল অঙ্ক থাকে, সেক্ষেত্রে পড়ুয়ারা নানা অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই সেই দিকেও নজর দেওয়া উচিত ছিল শিক্ষা সংসদের।
আরও পড়ুনঃ ঘণ্টায় ৪০০০ মাইল গতিবেগ, ধ্বংস হতে পারে কলকাতা সহ ৩ শহর! ধেয়ে আসছে বিধ্বংসী গ্রহাণু
তবে সকলেই যে শিক্ষা সংসদের সিদ্ধান্তকে গ্রহণ করছে না তা নয়। অনেক শিক্ষক মহলের মতে যে পদ্ধতিতে নয়া শিক্ষাবর্ষ থেকে নয়া সেমেস্টার ব্যবস্থা চালু করা হয়েছে, তাতে থিয়োরি পরীক্ষায় ক্যালকুলেটর বিশেষ একটা প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তাই পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাক্টিক্যালে ক্যালকুলেটর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া যথাযথ হয়েছে বলে মনে করছে অনেকে। এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, “ পড়ুয়াদের প্র্যাক্টিক্যালে ক্যালকুলেটরের ব্যবহার তাদের স্বার্থেই নেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |