হাওড়া থেকে ফের বাতিল একাধিক ট্রেন, বদলাল রুটও! দেখুন পূর্ব রেলের বিজ্ঞপ্তি

Published on:

howrah train cancelled

শ্বেতা মিত্র, কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েক দিন। তারপরেই এবারের মতো শেষ তবে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। চলতি বছরে মহাকুম্ভ মেলার শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। তার আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। রেলের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। কোনো জরুরি কাজে ট্রেনের টিকিট কাটার আগে জেনে নিন, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এক নজরে দেখে নেওয়া যাক বাতিল হওয়া ট্রেনের তালিকা –

• ২২৩০৮ বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০২.২৫,২৩.০২.২০২৫ এবং ২৬.০২.২০২৫)

• ১২৩০৮ যোধপুর-হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরু ২৪.০২.২০২৫ এবং ২৫.০২.২০২৫)

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

•২২৩০৭ হাওড়া-বিকানের সুপার ফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরু ২৪.০২.২০২৫)

• ১২৩০৭ হাওড়া-যোধপুর এক্সপ্রেস (যাত্রা শুরু ২২.০২.২০২৫, ২৩.০২.২০২৫, ২৫.০২.২০২৫ এবং ২৬,০২.২০২৫)

• ১২১৭৬ গোয়ালিয়র-হাওড়া চম্বল এক্সপ্রেস (যাত্রা শুরু ২২.০২.২০২৫ এবং ২৫.০২.২০২৫)

• ১২১৭৫ হাওড়া-গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস (যাত্রা শুরু ২৩.০২.২০২৫ এবং ২৬.০২.২০২৫)

• ২২৯১১ ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস (যাত্রা শুরু ২২.০২.২০২৫-২৫.০২.২০২৫)

• ১২৩১২ কালকা – হাওড়া নেতাজি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০২.২৫- ২৬.০২.২৫) • ১২৩১১ হাওড়া – কালকা নেতাজি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০২.২৫- ২৬.০২.২৫) • ১২৩৬৭ ভাগলপুর – আনন্দ বিহার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০২.২৫- ২৭.০২.২০২৫)

• ১২৩৬৮ আনন্দ বিহার – ভগলপুর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০২.২৫- ২৭.০২.২০২৫)

• ২২৯১২ হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (যাত্রা শুরু ২২.০২.২০২৫, ২৪.০২.২০২৫ এবং ২৭.০২.২০২৫)

• ১২১৭৮ মথুরা-হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরু ২৪.০২.২০২৫)

• ১২৩৪৮ গোড্ডা-নয়াদিল্লি এক্সপ্রেস (যাত্রা শুরু ২৪.০২.২০২৫)।

আরও পড়ুনঃ পণ্ড হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? আইসিসির সাথে বিরাট অশান্তি PCB-র!

ট্রেনের রুট বদল

কিছু ট্রেনের আবার রুট বদল করা হয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছে – ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল। এই ট্রেনটি গাজিয়াবাদ-মোরাদাবাদ-লখনউ-পন্ডিত ভায়া ঘুরিয়ে দেওয়া হবে (যাত্রা ২২.০২.২০২৫ থেকে ২৬.০২.২০২৫ পর্যন্ত)।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group