প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। দেখতে দেখতে চলেই এল পুরোনো সিলেবাসের শেষ পরীক্ষা। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। যা শেষ হবে ১৮ মার্চ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষা কেন্দ্রগুলোতে চলছে কড়া নিরাপত্তা। কিন্তু এই আবহে এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর নথিভুক্ত নিয়ে চলছে জোর বিতর্ক। যা নিয়ে সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এক জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বারংবার পোর্টাল খুললেও কাজ হয়নি
পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যালের নম্বর তোলার জন্য গত বছর অর্থাৎ ২০২৪ এর ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একবার খোলা হয়েছিল পোর্টাল। তখন সম্পূর্ণ কাজ না হওয়ায় জানুয়ারি মাসেও ফের ১০-১৫ দিনের জন্য খোলা হয়েছিল পোর্টাল। কিন্তু তাতেও বহু স্কুল নম্বর নথিভুক্ত করেনি। তার উপর আবার অনেকের ভুল নম্বর নথিভুক্ত হয়েছে। তাই এই আবহে ফের আরও একবার পোর্টাল খুলতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নম্বর যুক্ত করা হবে এবং যে সকল ভুল নম্বর সংযুক্ত করা হয়েছিল সেগুলি সঠিক করা হবে।
তবে এবার এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কড়া বার্তা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে যে ভুল সংশোধন করার অনেক সুযোগ পাবে স্কুলগুলি। যদি এরপরও কোনও স্কুল বাকি থেকে যায় তা হলে পরীক্ষার্থী পিছু এক হাজার টাকা জরিমানা দিতে হবে। অন্যদিকে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেমেস্টার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিল। কিন্তু পরে ছাত্রছাত্রীদের অসুবিধা বুঝে এবং সব দিক বিবেচনা করে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কী বলছেন শিক্ষা সংসদের সভাপতি?
এই প্রসঙ্গে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, ‘‘গত বছর ডিসেম্বর থেকে এই নিয়ে তৃতীয়বার পোর্টাল খোলা হয়েছে। বারংবার নম্বর নথিভুক্ত করার জন্য শিক্ষক শিক্ষিকাদের সময় দেওয়া হচ্ছে। কিন্তু কিছুতেই সমস্ত পরীক্ষার্থীদের নম্বর পোর্টালে তোলা হয়নি।” তিনি আরও বলেন যে, “এর আগে ডিসেম্বরের পর জানুয়ারিতেও পোর্টাল খোলা হয়েছিল। কিন্তু তাতেও অনেক স্কুল নম্বর যুক্ত করেনি। তাই এ বার পরীক্ষার ১০ দিন আগে এই শেষ সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত স্কুলগুলিকে। সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি কোনও স্কুল জমা না দেয় তা হলে সেই স্কুলকে জরিমানা দিতেই হবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |