Indiahood-nabobarsho

নির্ঝঞ্ঝাট এক বছর চলবে SIM! কোটি গ্রাহকদের সুখবর শোনাল Airtel

Published on:

Airtel 365 Days Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Bharti Airtel)। এবার এয়ারটেল তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য নিয়ে এল বিশেষ অফার। হ্যাঁ ঠিকই শুনেছেন। রিলায়েন্স জিওর পরে এয়ারটেল তাদের গ্রাহক সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে। আর এবার তারা এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান (Airtel 365 Days Plan) নিয়ে এল, যা সারা বছরের জন্য সিম অ্যাক্টিভ রাখার পাশাপাশি গ্রাহকদের দেবে ফ্রি কলিং এবং ডেটা সুবিধা। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এয়ারটেলের মাসিক প্ল্যানগুলির মধ্যে কম খরচ থেকে শুরু করে বেশি দামের প্ল্যানও রয়েছে। কিন্তু আজ আমরা যে প্ল্যানটি নিয়ে কথা বলব সেটি কম দামে ৩৬৫ দিন পর্যন্ত সিম চালু রাখার জন্য সুবিধা প্রদান করবে। চলুন বিস্তারিত জেনে নিই এই প্ল্যানটি সম্পর্কে।

এয়ারটেলের ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান | Airtel 365 Days Plan |

এয়ারটেলের এই নতুন প্ল্যানের দাম মাত্র ২২৪৯ টাকা। কি শুনে অবাক হচ্ছেন তাইতো? তবে অবাক হওয়ার কিছু নেই! একবার এই প্ল্যানটি রিচার্জ করলেই পুরো এক বছর রিচার্জ করার কোনো ঝামেলা পোহাতে হবে না। পুরো নিশ্চিন্ত থাকতে পারবেন। এই প্ল্যানের মধ্যে থাকছে ৩৬৫ দিনের বৈধতা সহ সারা বছর আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধা। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুধু তাই নয়, যেকোন লোকাল এবং STD কলিং-এর সুবিধা দিচ্ছে এয়ারটেল। এর পাশাপাশি মোট ৩৬০০টি ফ্রি SMS-এর সুবিধাও দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়। এই প্ল্যানে রয়েছে ডেটা সুবিধাও। মোট ৩০GB হাই স্পিড ডেটা দেওয়া হবে এই প্ল্যানে। এছাড়া স্পাম ফাইটিং নেটওয়ার্ক সাপোর্ট সুবিধা দেওয়া হবে এই প্ল্যানের মধ্যে।

কেন এই প্ল্যানটি সেরা?

প্রথমত এয়ারটেলের এই প্ল্যানটি কম বাজেটে দীর্ঘমেয়াদী বৈধতা দিচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ডেটা, ফ্রি কলিং ও SMS-এর সুবিধাও দিচ্ছে। ফলে যাদের দীর্ঘমেয়াদী রিচার্জ করার প্রয়োজন অথচ বেশি খরচ করতে চান না, তাদের জন্য এটি একটি নিঃসন্দেহে সেরা বিকল্প। 

আরও পড়ুনঃ Jio, Airtel-র ঘুম উড়িয়ে দিল BSNL! কম খরচে এত সুবিধা কেউ দিতে পারবে না

এয়ারটেলের এই নতুন ৩৬৫ দিনের প্ল্যানটি বাজারে প্রচলিত অন্যান্য প্ল্যানের তুলনায় অনেকটাই বাজেট ফ্রেন্ডলি এবং সুবিধাজনক। বিশেষত যারা দীর্ঘমেয়াদী সিম চালু রাখতে চান এবং বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান। তাই এয়ারটেলের এই ২২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group