বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইসিসির নির্ধারিত সূচি মেনেই রবিবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে আক্রমণ শানাতে নেমেছে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। তবে মহারণে পা রাখার আগেই পাক ক্রিকেটারদের উদ্দেশ্যে বিরাট মন্তব্য ছুঁড়ে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। ঘটনাটি শনিবারের। পাকিস্তানের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ বলেছিলেন, দেশের ছেলেরা যদি ভারতকে হারাতে না পারে তবে নিজের নামই বদলে ফেলব।
পাক প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে তুঙ্গে চর্চা
রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের গলায় মেজাজি সুর শুনে পাক খেলোয়াড়দের মনে যে বাড়তি চিন্তা জেগে বসেছে একথা বলার অবকাশ রাখে না। তবে পাক প্রধানমন্ত্রী রবিবারের ম্যাচকে উদ্দেশ্য করেই মন্তব্যটি করেছিলেন কিনা তা এখনও পরিষ্কার নয়। সূত্রের খবর, পাকিস্তানের এক অনুষ্ঠানে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি সুগঠিত বক্তব্য রাখছিলেন শরিফ।
ঠিক সেই সময়ে আচমকা তাঁকে বলতে শোনা যায়, ঈশ্বর চাইলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। কঠিন পরিশ্রম করব। দিন রাত এক করে খাটবো। একটা দিন ঠিকই আসবে, যেদিন আমরা ভারতকে পিছনে ফেলে দেব। এই কাজ না করতে পারলে আমার নাম শাহবাজ শরিফ নয়। পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভিডিও আকারে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রবিবারের ম্যাচ নিয়ে দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেট নাগরিকরা।
তাঁদের সিংহভাগেরই দাবি, রবিবারের ম্যাচে পাকিস্তানের ছেলেরা যদি ভারতকে হারাতে না পারে তবে হয়তো সত্যিই নিজের নাম বদলে ফেলবেন সে দেশের প্রধানমন্ত্রী! শনিবার নিজের নাম বদলে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি পাক প্রধানমন্ত্রী আরও বলেন, আমি পাকিস্তানকে দারুণ জায়গায় পৌঁছে দেব। আমরা নিজেদের ক্ষমতায় ভারতকে পিছনে ফেলে এগিয়ে যাব।
নিজেকেই কী চ্যালেঞ্জ করলেন শাহবাজ?
শনিবার অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ঋণে জর্জরিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন শরিফ। পাকিস্তানের অর্থনৈতিক ভিত চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আচমকা ভারতের প্রসঙ্গ তোলেন শাহবাজ। তবে দেশের হয়ে সুগার বক্তব্য রাখতে গিয়ে ভারতকে পিছনে ফেলার কথা বলেন শরিফ।
অবশ্যই পড়ুন: কলকাতায় হবে সুপার কাপ? গোয়া, ওড়িশার নাম উঠলেও বিরাট আশা রয়েছে বাংলার
যা দেখে একপ্রকার মনে হয়েছিল তিনি যেন নিজেকেই চ্যালেঞ্জ করে বসলেন। তবে ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের এই মন্তব্য ভারত বনাম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচের প্রাক্কালে প্রকাশ্যে আসায় ভারতের উদ্দেশ্যে ছোঁড়া চ্যালেঞ্জ ক্রিকেটের লড়াইয়ের সাথে মিশিয়ে নিয়েছেন দুই দেশের ভক্তরা। ফলত, ভারতের বিরুদ্ধে শাহবাজের বক্তব্য বর্তমানে চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট উত্তাপের সম্পর্কে নতুন মাত্রা যুগিয়েছে।