শ্বেতা মিত্র, কলকাতা: সপ্তাহের শুরুতেও ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় সমান ভাবে বৃষ্টি হবে না। মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। যে কারণে আজও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। ফলে এখনই ছাতা তুলে রাখার দরকার নেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কুয়াশা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা ও দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় তীব্র বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে বেশি কুয়াশা থাকবে কালিম্পঙ, মালদা ও আলিপুরদুয়ার জেলায়।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই তুষারপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা
এদিকে উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।আগামী সময়ে তাপমাত্রা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যা ২৫ ফেব্রুয়ারি আঘাত হানবে। এর ফলে, ২৫-২৮ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে, ২৬-২৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হবে। একই সাথে, উত্তরপ্রদেশেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, ২৩শে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতে বজ্রপাত, ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |