শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি EPFO -র সদস্য? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আপনি কি জানেন যে ইপিএফও থেকে চাইলে আপনিও ভালো টাকা উপার্জন করতে পারেন? শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
EPFO নিয়ে বড় খবর
আসলে প্রায়শই সে সরকারি হোক কিংবা বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিদের জন্য কিছু না কিছু পদক্ষেপ নিয়েই থাকে কেন্দ্রীয় সরকার। বিশেষ কড়ে যারা ইপিএফও-র সদস্য। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার সদস্যদের অভিজ্ঞতা উন্নত করার জন্য, সেইসঙ্গে পরিষেবাগুলিকে আধুনিকীকরণের জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। EPFO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) ২৮শে ফেব্রুয়ারি বৈঠকে চলতি আর্থিক বছরের (২০২৪-২৫) জন্য প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের সুদের হার চূড়ান্ত করবে।
প্রতি তিন মাসে CBT সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সভাপতিত্বে গঠিত সিবিটি-তে কর্মচারী ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সরকারি কর্মকর্তাদের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আপনাকে বলি যে EPFO বর্তমানে প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের উপর 8.25 শতাংশ সুদের হার অফার করে, রিপোর্ট অনুসারে অবসর তহবিল সংস্থাটি চলতি আর্থিক বছরের জন্যও একই হার অব্যাহত রাখতে পারে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হওয়ার আগে ২৮ ফেব্রুয়ারি সিবিটি কর্তৃক এই হার অনুমোদিত হতে হবে।
ইপিএফও রেট ট্রেন্ড
বর্তমান হার (২০২৩-২৪ অর্থবছরের জন্য) ৮.২৫%, যা গত তিন বছরে EPFO -র তরফে দেওয়া প্রদত্ত সর্বোচ্চ সুদের হার। ২০২২-২৩ অর্থবছরের সুদের হার ছিল ৮.১৫%। সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন হার ছিল ২০২১-২২ সালে ৮.১০%, যা ১৯৭৭-৭৮ সালের পর সর্বনিম্ন, যখন এটি ছিল ৮%। গত এক দশক ধরে, EPFO সুদের হার পরিবর্তন করে আসছে, যার সর্বোচ্চ হার ছিল ২০১০-১১ সালে ৯.৫০%। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে, হার ৮.৫০% এ স্থিতিশীল ছিল।
এদিকে এবারে যদি পিএফ-এর ওপর সুদ আরও বাড়ে তাহলে সদস্যদের সুবিধাই হবে। যাইহোক, কোটি কোটি EPFO সদস্যের রিটার্নের স্থিতিশীলতা নিশ্চিত করতে EPF ডিপোজিটের উপর একটি নির্দিষ্ট সুদের হার দেওয়ার কথা বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। সরকার বর্তমানে একটি সুদ স্থিতিশীলকরণ রিজার্ভ তহবিল তৈরির প্রস্তাব বিবেচনা করছে বলে জানা গেছে। যা সুদের হার স্থিতিশীল রাখতে সাহায্য করবে।
আরও পড়ুনঃ ৩৫১ কোটি টাকা বিতরণ, ফের ত্রাতার ভূমিকায় পশ্চিমবঙ্গ সরকার, কারা পেলেন?
সরকার EPFO- তে কীভাবে বিনিয়োগ করে?
ইপিএফও নিয়মিতভাবে বিএসই-সেনসেক্স এবং এনএসই নিফটি-৫০ সূচকের অনুকরণে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এর মাধ্যমে ইক্যুইটি বাজারে বিনিয়োগ করে। আপনাদের জানিয়ে রাখি যে, EPFO সম্প্রতি EPFO 3.0 ঘোষণা করেছে। যা EPFO সিস্টেমের একটি বড় রূপান্তরকারী আপগ্রেড, যা এই বছরের ১ জুন থেকে বাস্তবায়িত হবে। এর জেরে পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |