প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক দুর্নীতি যেন উঠে পরে লেগেছে। কয়লা চুরি থেকে শুরু করে রেশন চুরি, গরু পাচার কোনো কিছুই বাদ যায়নি। এমনকি নিয়োগ কাণ্ডে উঠে এসেছে দুর্নীতির কালো ছায়া। যার ফলে হেভিওয়েট মন্ত্রীরা জেল খাটছে। বিরোধী দলের তরফে নানা অভিযোগ কটাক্ষ রীতিমত হজম করতে হচ্ছিল রাজ্য সরকারকে। আর এই আবহে এবার কেন্দ্রের মুখে উপচে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের প্রতি প্রশংসা।
বাংলার মুকুটে উঠল নয়া পালক
আসলে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক প্রতি বছর দেশের কোন রাজ্য কেমন কাজ করছে তার উপর একটি রিপোর্ট বা মূল্যায়ন করা হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের দেওয়া রিপোর্টে উঠে এক অন্য তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নয়া তকমা দিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। পশ্চিমবঙ্গকে ‘হাই পারফর্মিং স্টেট’ (High Performing State) অর্থাৎ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তালিকায় ফেলা হল। ১০০ নম্বরের মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। মোট ৬টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে। সুতরাং বাংলায় যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং তা যে সাফল্য পেয়েছে সেটা প্রমাণিত হয়েগেছে। আর এই মূল্যায়নের মধ্য দিয়েই ধাক্কা খেয়েছে একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলি।
কোন কোন বিষয়ে মূল্যায়ন করা হয়েছে?
সূত্রের খবর যে ৬টি বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়েছে সেগুলি হল পঞ্চায়েতগুলি ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ কিনা, এসসি, এসটি এবং নারী সংরক্ষণের নিয়মগুলি মানা হচ্ছে কিনা, নিয়মিত অডিট হচ্ছে কিনা, টাকা খরচে বেনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা। তার উপরই মূল্যায়ন করা হয়েছে। এমনকী পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে কতটা কাজ করেছে সেটাও খতিয়ে দেখা হয়। সবদিক বিচার করেই বাংলাকে ‘হাই পারফর্মিং স্টেট’ তকমা দেওয়া হয়েছে। এছাড়াও বাংলায় পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ করা হয়েছে তা নিয়েও নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৩৫১ কোটি টাকা বিতরণ, ফের ত্রাতার ভূমিকায় পশ্চিমবঙ্গ সরকার, কারা পেলেন?
প্রসঙ্গত কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের এই রিপোর্টে বেশ খুশি রাজ্য সরকার। জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা এবং পরিকাঠামো বিভাগেও বাংলা ৭০.৬৩ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছে। যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় প্রাপ্তি। বিজেপি নেতারা এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। বরং তাঁদের কাছে এটা নির্বাচনের আগে একটা বিশাল বড় চাপ হয়ে গিয়েছে। তবে শুধু বাংলা নয় এছাড়া আরও পাঁচটি রাজ্য ‘হাই পারফর্মিং স্টেট’–এর তকমা পেয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |