প্রীতি পোদ্দার, কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বরাবর নানা অভিযোগ করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। যার মধ্যে অন্যতম অভিযোগ হল কেন্দ্রীয় প্রকল্পগুলির ক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকা না দেওয়া। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প যেমন আবাস যোজনা প্রকল্প, একশো দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা হোক, জলজীবন মিশনে এখনও বরাদ্দ টাকা পায়নি রাজ্য সরকার। তাই নিয়ে কম সংঘাত হয়নি কেন্দ্রের সঙ্গে। কোনও না কোনও অজুহাতে কেন্দ্রীয় সরকার আটকে রাখছে বাংলার টাকা। আর এই আবহে এক গোপন সূত্র মারফৎ জানা গিয়েছে যে আগামী দিনে কেন্দ্রের বরাদ্দ টাকা না পাঠানোর জন্য পশ্চিমবঙ্গে শাসকদলের বিরুদ্ধে এখন গোপন অ্যাজেন্ডার ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করছে বিজেপি এবং মোদি সরকার।
দিল্লি মডেল অনুসরণ করবে রাজ্যের গেরুয়া শিবির
জানা গিয়েছে পশ্চিমবঙ্গে শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাতে এবং শাসকদলের দুর্নীতি সংক্রান্ত তথ্য জনসাধারণের সামনে হাইলাইট করতে ২৬ এর নির্বাচনের আগে উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আর সেক্ষেত্রে দিল্লি মডেল অনুসরণের চিন্তা ভাবনা করছেন তাঁরা। কিছুদিন আগেই ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লির সিংহাসনে বসেছে বিজেপি। আপ সরকার রীতিমত ভোটের যুদ্ধে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। আর সেই একই হল পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে করতে চায় তৃণমূল। তাই এবার জোর কদমে মাথা নামল তাঁরা।
কর্পোরেট ভবনের উদ্বোধন করবেন নির্মলা
সূত্রের খবর, মোদি সরকার ‘গরিব দরদি’ হলেও রাজ্য সরকার যে তার বাসিন্দাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এই ভাবনাকে তুলে ধরে বাংলায় এমন প্রচার চালাবে গেরুয়া শিবির। উদাহরণ হিসেবে তুলে ধরা হবে এরাজ্যে চালু না হওয়া আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার কথা। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজারহাটে কর্পোরেট ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপর শহরে এক অনুষ্ঠানে তিনি তুলে ধরবেন বাংলার প্রতি কেন্দ্রের ‘উদারতার’ তথ্য। সেখানে উঠে আসবে কেন বাংলার সরকারকে বরাদ্দ টাকা দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করেছে মোদি সরকার।
আরও পড়ুনঃ সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ টাকা ঘুষ, বিরাট ফাঁসলেন তৃণমূল নেত্রী
প্রসঙ্গত, এই বরাদ্দ অর্থ মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকারও চুপ করে থাকবে না। গেরুয়া শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে চালানো হবে শাসকদলের প্রচার। দেখানো হবে রাজ্যের প্রতি কেন্দ্রের নানা অত্যাচার এবং আক্রমণের উদাহরণ। তাই নির্বাচনের পাল্লা এবার কোন দিকে ঝুঁকবে তা নিয়ে চলছে রীতিমত দড়ি টানাটানি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |