বাংলাদেশে ঘুরছে খেলা? নির্বাচনে বড় জয় হাসিনার দলের

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের(Bangladesh) মসনদে ফের শেখ হাসিনা? ক্ষমতা হারাবে অন্তর্বর্তীকালীন সরকার? গদি ছাড়বেন নোবেল জয়ী মহম্মদ ইউনূসও? বাংলাদেশের রাজনীতিতে কি ফের দাপট দেখাবে আওয়ামী লিগ? হঠাৎ কেন এমন প্রসঙ্গ? বর্তমানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তুঙ্গে চর্চা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সব জল্পনা কল্পনার নেপথ্যে রয়েছে ওপার বাংলার আইনজীবীদের নির্বাচন। হ্যাঁ, সূত্রের খবর, সদ্য শেষ হওয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আইনজীবীদের ভোটে বিরাট জয় পেয়েছেন আওয়ামী লিগ সমর্থিত প্রার্থী। আর এই ঘটনার পরই ফের ওপার বাংলায় হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন উঠছে।

বিপুল ভোট জয়ী হাসিনার দল

বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার সকাল 10 টা থেকে বিকেল 3টে পর্যন্ত ইউনূসের দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির একটি নির্বাচন কেন্দ্রে দীর্ঘ ভোট গ্রহণ পর্ব চলে। ভোট গ্রহণ পর্ব মিটলে শুরু হয় ভোট গণনা। এদিন রাত সাড়ে আটটার পর ভোট গণনা শেষ হলে প্রকাশিত হয় নির্বাচনী ফলাফল। আর তাতেই শেষ হাসি হেসেছিল হাসিনার নেতাকর্মীরা। জানা যাচ্ছে, আওয়ামী লিগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন যে দেশের আইনজীবী সংগঠন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একনজরে ভোটের ফলাফল

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, সোমবার নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসতেই জানা যায়, বাংলাদেশের বিএনপি-জামাত প্যানেলের তুলনায় অনেক বেশি আসন পেয়ে জয়ী হয়েছে হাসিনার দল আওয়ামী লিগ। সূত্র বলছে, বাংলাদেশের আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল 224 জন।

তাঁদের মধ্যে ভোট দিয়েছেন 202 জন। জানা গিয়েছে, বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট 3টি প্যানেল এবং একজন নির্দলসহ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এখনও পর্যন্ত যা খবর, এই নির্বাচনে আওয়ামী লিগ সমর্থিত প্যানেল 6টি পদে জয়ী হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরাট অভিযোগ

সম্প্রতি এক ভার্চুয়াল বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে ব্যাপক লুটপাট চলছে। সে দেশের পুলিশ বাহিনীর কর্মীদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। পুলিশদের হত্যা করা হচ্ছে। হাসিনার মতে, বাংলাদেশের কমপক্ষে 400 থানায় ঢুকে অকথ্য অত্যাচার চালিয়েছে দুষ্কৃতীরা। হাসিনা অভিযোগ করেছেন, বাংলাদেশের বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতি এক অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ কনস্টেবলকেও নির্মমভাবে মেরেছে।

সব শেষে হাসিনার সংযোজন, যারা দেশের রক্ষক, দিনরাত এক করে পরিশ্রম করেন যেই সব পুলিশ কর্মীরা তাদেরকেই বেছে বেছে হত্যা করছে ইউনূসের সরকার। মুজিব কন্যা বলেন, আমি দেশে ফিরব, আমাদের শহীদদের প্রতিশোধ নেব। হাসিনার এহেন মন্তব্যের পরই অনেকেই মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে ভোল বদল হতে পারে।

অবশ্যই পড়ুন: অভিষেকের বাড়ির অদূরেই বোমাতঙ্ক, বক্সে যা মিলল! চক্ষু চড়কগাছ সবার

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group