তিন মাসে ৭০ হাজার কোটি ডুবল LIC-র, আপনার টাকা আছে, মাথায় হাত বিনিয়োগকারীদের

Published on:

LIC

সৌভিক মুখার্জী, কলকাতা: “LIC-তে টাকা রেখে নিশ্চিন্তে ঘুমালে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।”- এমনটা শুনে বহু ভারতীয় এই বীমা সংস্থায় বিনিয়োগ করেছেন। বাবা কাকাদের সময়ও LIC ছিল বিনিয়োগের শ্রেষ্ঠ মাধ্যম। কিন্তু বর্তমান পরিস্থিতি কি সত্যিই এতটা নিরাপদ? যদি আপনিও LIC-তে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। হয়তো জানলে চমকে উঠবেন, গত তিন মাসে LIC-এর বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৭০ হাজার কোটি টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শেয়ারবাজারে LIC-এর যাত্রা

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ভারতের সবথেকে নির্ভরযোগ্য বীমা সংস্থা নামে পরিচিত। ২০২২ সালে যখন LIC-তে বাজার নিয়ে আসে তখন গোটা দেশ জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম উন্মাদনা ছড়িয়ে পড়ে। LIC-এর প্রতি শেয়ার তখন ৯৪৯ টাকায় বিক্রি হয়ছিল। কিন্তু সময় বদলাতে বেশিদিন লাগেনি। ২০২৪ সাল পড়তেই LIC-এর শেয়ারের দাম ১০০০ ছুঁয়ে রেকর্ড তৈরি করলেও তারপর থেকে শেয়ারের মূল্য পতনের দিকে। 

তিন মাসে বিনিয়োগকারীদের ক্ষতি ৭০ হাজার কোটি টাকা

জানলে হয়তো চমকে উঠবেন, গত এক বছরে LIC-এর শেয়ারের দাম প্রায় ২৮% নীচে নেমে গেছে। সোমবার বাজার খোলার পর শেয়ারের দর আরো ৬% কমে দাঁড়িয়েছে ৭৭৬ টাকায়। ডিসেম্বর মাসে LIC-এর বাজার মূল্য ছিল ৫৬৪১ বিলিয়ন মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ৪৩৩৯ বিলিয়ন মার্কিন ডলার। মাত্র এই তিন মাসের ক্ষতির পরিমাণ ৭০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিনিয়োগকারীদের ভবিষ্যৎ কী?

যারা না বুঝে LIC-তে ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন- এখন শেয়ার ধরে রাখবো, নাকি বিক্রি করব? বিশেষজ্ঞরা মনে করছে, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা LIC-তে এখনো থাকতে পারে। কারণ বাজারে ওঠানামা স্বাভাবিক এবং ভবিষ্যতে শেয়ারের দাম আরো বাড়তে পারে। তবে যারা স্বল্পমেয়াদে বিনিয়োগ করে মুনাফা পাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই পরিস্থিতি বিপদজনক হতে পারে। কারণ LIC-এর বর্তমান প্রবণতা তলানিতে ঠেকেছে।

বিনিয়োগ করবেন নাকি সরে আসবেন?

এক্ষেত্রে বলে রাখা ভালো, বিনিয়োগ মানেই ঝুঁকি। LIC-এর বর্তমান পরিস্থিতি দেখে একটা স্পষ্ট ধারণা আসছে, যে LIC-কে বিনিয়োগকারীরা নিরাপদ জায়গা ভাবলেও বাজার সবসময় সমান থাকে না। তাই যদি LIC-তে বিনিয়োগ করতে চান তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group