প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কর্মজীবনের একটা স্টেজের পর থেকেই সকলেই শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাঁদের বাধ্য হয়েই অবসর গ্রহণ করতে হয়। আর এই বৃদ্ধ বয়সে, মানুষ সাধারণত আর্থিকভাবে কম উৎপাদনশীল হয়ে পড়ে এবং নিজেদের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত উপার্জন করতে অক্ষম হয়। তাই এবার তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার এক উল্লেখযোগ্য প্রকল্প হাজির করেছে।
কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নয়া প্রকল্প
প্রত্যেক সরকারী ও বেসরকারি কর্মীদের পেনশন প্রকল্প থাকে। কিন্তু অন্যান্য জীবিকাভিত্তিক সাধারণ মানুষদের কোনো নির্দিষ্ট পেনশন প্রকল্প নেই বললেই চলে। বৃদ্ধ বয়সে তখন সঞ্চয় করার অর্থ নিয়ে নানা টানাপোড়েন চলে। তাই এই আবহে এবার কেন্দ্রীয় সরকার এক নতুন সার্বজনীন পেনশন প্রকল্প নিয়ে কাজ করছে যা ঐতিহ্যবাহী চাকরি-ভিত্তিক পরিকল্পনার বাইরেও মানুষকে আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারে। এই প্রকল্পটির নাম সর্বজনীন পেনশন প্রকল্প (Universal Pension Scheme)। ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছে।
এই প্রকল্পে মিলবে একাধিক সুবিধা
জানা গিয়েছে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল সকল সরকারী পেনশন প্রকল্পকে একসঙ্গে করা। এবং সমাজের সকল শ্রেণীর জন্য কভারেজ বৃদ্ধির ক্ষেত্রে এক দারুণ উদ্যোগ নেওয়া। আর এই পেনশন প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রের চাকরিজীবী, ব্যবসায়ী এবং স্ব-কর্মসংস্থানকারী গোষ্ঠী এবং সত্তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, ১৮-৬০ বছর বয়সী সকলেই এই পরিকল্পনার অধীনে ৬০ বছর বয়সের পরে পেনশন সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় পেনশন প্রকল্প পরিচালনা করে। যার মধ্যে অন্যতম হল জাতীয় পেনশন ব্যবস্থা বা NPS, অটল পেনশন যোজনা বা APY, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM-KMY, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা বা PM-SYM, কর্মচারী পেনশন প্রকল্প ইত্যাদি। অনেকেই এই প্রকল্পে বিনিয়োগ করে লাভময় হয়ে উঠেছে। প্রত্যেকটি স্কিমে ৬০ বছর বয়সের পর একের পর এক সুবিধা মিলবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |