প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর আরজি কর কাণ্ডের ঘটনার পরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকের পর ফের আরও একবার গতকাল অর্থাৎ সোমবার চিকিৎসকদের নিয়ে ধনধান্য অডিটোরিয়ামে মেগা বৈঠকের আয়োজন করে নবান্ন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয়বার বৈঠক
অনেকেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকের এই হাই ভোল্টেজ বৈঠককে কটাক্ষ করে জানিয়েছে যে এই বৈঠক আসলে ২০২৪-এর আগস্ট এবং তার পরবর্তী সময়। আসলে বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। আর তার উপর আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে এখনও একপ্রকার দূরত্ব রয়েই গেছে রাজ্য সরকারের। তাই ভোটের আগে যাতে সব ঝামেলা অভিমান মিতে যায় তার জন্য আরও একেবার মুখোমুখি বৈঠক হল চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর। এদিন এই বৈঠকে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার-সহ হাউস স্টাফদের বেতন বৃদ্ধির পাশাপাশি একগুচ্ছ ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেক্ষেত্রে এবার মামলা উঠল হাইকোর্টে (Calcutta High Court)।
কলেজ ফেস্টের জন্য ২ কোটি টাকা বরাদ্দ
চিকিৎসকদের একগুচ্ছ নির্দেশিকার মধ্যে যেমন ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনির ভাতা বাড়ানোর কথা উল্লেখ রয়েছে ঠিক তেমনই চিকিৎসকদের উদ্দেশে নির্দেশ দেওয়া হল যে ন্যূনতম আট ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। তার পরে বেসরকারি হাসপাতালে যেতে পারেন চিকিৎসকরা। তবে এসবের মাঝেই আরও এক উল্লেখযোগ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটি হল, প্রতিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল যাতে তাদের সাংস্কৃতিক কার্যকলাপ,খেলাধুলো জারি রাখতে পারে, তারজন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হল। তাতেই এক বিরাট শোরগোল পড়ে গেল। পরিস্থিতি এতটাই বেগতিক হল যে এইবার তা নিয়ে রীতিমত মামলা উঠল হাইকোর্টে।
মামলা উঠল হাইকোর্টে
আসলে রাজ্যের মেডিক্যাল কলেজের ফেস্টের জন্য রাজ্য সরকারের বরাদ্দ দাঁড়িয়েছে কলেজপিছু ২ কোটি টাকা ৷ কিন্তু সেই টাকা কলেজের থ্রেট কালচারের সদস্যরা নয়ছয় করতে পারে বলে মনে করছেন একাংশ। তাই সেই ঘটনার উদ্বেগ জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এর এজলাসে৷ এবার সেই অনুমতিতে সায় দিল প্রধান বিচারপতি। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার শুনানি করতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দত্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ জানানো হয় যে, ‘‘স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশান ম্যাটার পেন্ডিং রয়েছে । আর এই আবহে গতকালই সরকার ঘোষণা করেছে ১০ কোটি টাকা কলেজে ফেস্ট করার জন্য দেওয়া হবে । যার ফলে উদ্বেগ বাড়ছে যে এই টাকা অপব্যবহার করা হবে থ্রেট কালচারের কিংপিনদের মাধ্যমে। আর এই অভিযোগ শুনেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এই মামলা দায়ের করার জন্য অনুমতি দেন। এছাড়াও ওই একই দিনে মেডিক্যাল কলেজগুলিতে স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনের দাবির মামলারও শুনানি হবে বলে জানা গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |