নয়া মোড় নিল পানাগড় কাণ্ডের ঘটনা! গ্রেফতার হল সাদা গাড়ির মালিক বাবলু যাদব

Published on:

Panagarh Case

প্রীতি পোদ্দার, দুর্গাপুর: গত রবিবার, পানাগড়ের ভয়াবহ দুর্ঘটনায় (Panagarh Case)তরুণীর মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও পুলিশ সাফ জানিয়ে দিয়েছিল যে, রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। বরং রেষারেষির বলি হয়েছেন ইভেন্ট ম্যানেজার সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। কিন্তু পানাগড়ের ঘটনার পর ৩৬ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেলেও, গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর এখানেই তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে মৃতার পরিবারের তরফ থেকে। আর এই আবহে অবশেষে সুতন্দ্রা চট্টোপাধ্যায় মৃত্যুর ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যেই আটক করা হল বাবুল যাদব নামে এক অভিযুক্তকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুতন্দ্রাকে উত্যক্ত করছিল সাদা গাড়ির লোকেরা!

সূত্রের খবর, গত রবিবার নিজের সহকর্মীদের সঙ্গে একটি গাড়িতে একটি বিয়ে বাড়ির কাজে গয়া যাচ্ছিলেন হুগলির চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কর্ণধার পেশায় নৃত্য শিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন মিন্টু মণ্ডল ও প্রদীপ দত্ত। তারা দু’জনেই হুগলি জেলার বাসিন্দা। এছাড়াও ছিলেন বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ। গাড়ি চালক ছিলেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা রাজদেও শর্মা। কিন্তু ওইদিন রাতে পানাগড়ে একটি সাদা রঙের SUV তে থাকা জনা পাঁচেক যুবক চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে উত্যক্ত করছিল বলে অভিযোগ। সাদা গাড়িটি সুতন্দ্রাদের গাড়িটিকে বেশ কয়েক কিলোমিটার পিছু ধাওয়া করে।

অভিযোগের পরেই শুরু হয় পুলিশের তদন্ত

পরে পানাগড় রাইস মিল রোডে সুতন্দ্রাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে সুতন্দ্রার মৃত্যু হয়। বাকিরা আহত হন। ঘটনাটি পরের দিন সামনে আসার পর থেকেই এই একই অভিযোগ তুলে আসছিলেন, সুতন্দ্রার সঙ্গীরা। ওইদিনই কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিন্টু মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু সেই তদন্তে পুলিশের বিরুদ্ধে উঠে আসে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। এদিকে জানা যায় গত সোমবার সাদা SUV গাড়িটি চালাচ্ছিলেন ব্যবসায়ী বাবলু যাদব। কিন্তু বাবলুকে সোমবারের পরে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার বাবলুর এক কর্মী জিয়া লালকে জেরা করে। কিন্তু সে জানায়, রবিবার সন্ধ্যা সাতটার পরে এই সাদা গাড়ি নিয়ে বাবলু বেরিয়েছিলেন। তারপর আর দেখা মেলেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ একবার ভালো না হলে বসতে পারবে দ্বিতীয়বার! বছরে ২ বার মাধ্যমিক স্তরের পরীক্ষা CBSE বোর্ডে

গ্রেফতার বাবলু যাদব

কিন্তু অবশেষে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করল পানাগড় কাণ্ডে অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু যাদবকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাঁকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বর্তমানে থানায় রয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসায়ী বাবলু স্থানীয় এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। কিছুদিন আগে তাঁর এক কর্মী দুর্ঘটনার কবলে পড়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রবিবার রাতে তাঁকে দেখতে গিয়েছিলেন বাবলু যাদব। সঙ্গে ছিলেন তাঁর সহকর্মীরা। পুলিশের দাবি, ফেরার পথেই নাকি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির সঙ্গে রেষারেষি শুরু হয় বাবলুর গাড়ির। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group